Shehbaz Sharif Thanks PM Modi: "জম্মু কাশ্মীর ইস্যুর নিষ্পত্তি" চান নয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ট্যুইট করে জানালেন মোদিকে!

Last Updated:

Pakistan's Newly Elected PM Shehbaz Sharif: শেহবাজ শরিফ সোমবার ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে ১৭৪ টি ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

Shehbaz Sharif Thanks PM Modi: পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷  পালটা তাঁকে ধন্যবাদ জানালেন নয়া পাক প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, পাকিস্তান যে প্রতিবেশি দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই আগ্রহী তাও উল্লেখ করেছেন শেহবাজ। “অভিনন্দনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়। জম্মু ও কাশ্মীর সহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগ সর্বজনবিদিত। আসুন শান্তি সুরক্ষিত করি এবং আমাদের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে মনোনিবেশ করি।”
advertisement
advertisement
এখনও পর্যন্ত দুই প্রতিবেশি রাষ্ট্রনেতার মধ্যে ফোনালাপের ব্যবস্থা করার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির কথা মাথায় রেখে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! এমনটাই জানিয়েছে শীর্ষ এক সরকারি সূত্র। প্রধানমন্ত্রী মোদির সম্ভাব্য চিঠিতে দুই দেশেরই সন্ত্রাস ও হিংসতামুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে বলেই সূত্রের খবর।
advertisement
সোমবার তাঁর ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে আরও ভালো সম্পর্কের কথা বলেছেন। “পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন। ভারত সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, যাতে আমরা আমাদের উন্নয়নের বিষয়ে মনোযোগ দিতে পারি এবং আমাদের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি,” ট্যুইট করেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
বেশ কয়েক দিনের টানাপোড়েনের পর অবশেষে ক্ষমতাচ্যুত হন ইমরান খান৷ শেহবাজ শরিফ সোমবার ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে ১৭৪ টি ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। নিম্নকক্ষে ১৫৫ টি আসন সহ বৃহত্তম দল, ইমরান খানের পাকিস্তান তেহরি-ই-ইনসাফ, অধিবেশন বয়কট করেছে এবং বিধানসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
এতদিন অবশ্য পাকিস্তানে চলতে থাকা রাজনৈতিক সঙ্কট নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি ভারত সরকারের পক্ষ থেকে৷ পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও অবশ্য তাঁর সরকারের পতনের জন্য আমেরিকার দিকেই ষড়যন্ত্রের আঙুল তুলেছেন৷ বরং ভারতের দৃঢ় কূটনৈতিক অবস্থানের প্রশংসাও শোনা গিয়েছে ইমরানের মুখে৷
advertisement
অতীতে দেশের সেনাবাহিনী সহ নানাবিধ চাপে পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীর থেকেই সন্ত্রাস দমনে প্রত্যাশিত সহযোগিতা পায়নি ভারত৷ নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শাসনকালে এই আশা রাখা যায় কী না সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Shehbaz Sharif Thanks PM Modi: "জম্মু কাশ্মীর ইস্যুর নিষ্পত্তি" চান নয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ট্যুইট করে জানালেন মোদিকে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement