বিদেশের মাটিতেও মোদির হাতিয়ার ৩৭০ ধারা
Last Updated:
দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়েও প্রবাসীদের বার্তা মোদির ৷
#ব্যাঙ্কক: প্রবাসী ভারতীয়দেরও মঞ্চেও প্রধানমন্ত্রীর হাতিয়ার ৩৭০ ধারা। ব্যাঙ্ককের সভায় নাম না করে ৩৭০ ধারা খারিজের প্রসঙ্গ টানলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আশ্বাস, গরিব মানুষের জন্য উন্নয়ন প্রকল্পের হাত ধরে বদলে যাচ্ছে দেশ।
ব্যাঙ্কককে প্রবাসীদের সভাতেও ৩৭০ ধারার প্রসঙ্গ। তাই কি বাড়তি সতর্কতা? সবকিছু বলেও সরাসরি ৩৭০ ধারা কথা এড়িয়ে যাওয়া? দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়েও প্রবাসীদের বার্তা মোদির ৷
তামিল কবি তিরুবল্লিভরের কবিতার বইয়ের নতুন সংস্করণ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উদ্ধৃত করেন আড়াই হাজার বছর আগে তামিল কবির বিখ্যাত কবিতা ৷ দেশবাসী বিশেষত গরিবদের জীবনযাত্রায় পরিবর্তনই কেন্দ্রের লক্ষ্য। এজন্য দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রাও তুলে ধরেন নরেন্দ্র মোদি। ইন্দো-আসিয়ান সামিটে যোগ দিয়ে দু-দিনের ব্যাঙ্ককক সফরে প্রধানমন্ত্রী। তারই ফাঁকে উজ্জ্বল ভারত, সমৃদ্ধ ভারতের স্বপ্নফেরি প্রধানমন্ত্রীর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2019 3:28 PM IST