আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবিন... 'প্রমাণ ছাড়া দায়ের করা মামলা সত্য হয় না', বিবৃতিতে জানালেন অভিনেত্রী

Last Updated:

রবিবার সন্ধেয় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন তিনি। এরপরেই বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। কী লিখলেন তিনি?

News18
News18
ঢাকা: জামিন পেলেন মেহজাবিন চৌধুরী ও তাঁর ভাই। ২৭ লাখ টাকা আত্মসাৎ-সহ হুমকির অভিযোগে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী। রবিবার সন্ধেয় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন তিনি। এরপরেই বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। কী লিখলেন তিনি?
‘একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত নয় মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি, কারণ অভিযোগকারী ব্যক্তি পুলিশকে আমার সঠিক ফোন নম্বর, সঠিক ঠিকানা বা কোনো যাচাইকৃত তথ্য দিতে পারেননি।’ (মূল পোস্টের বানা)
advertisement
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, গত ১৬ মার্চ বাদী মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি পুরো সাজানো। আসামি হিসাবে মেহজাবিন ও তাঁর ভাইয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেখানেও তাঁরা থাকেন না। আসামিরা তাঁদের বিরুদ্ধে সমন জারি হওয়ার বিষয়টি জানতেন না। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাঁরা বিষয়টি জানতে পারেন।
advertisement
আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা তানিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন তাঁকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন। এ প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লক্ষ টাকা নেন অভিনেত্রী ও তাঁর ভাই। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাত দেন বলে অভিযোগ। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবিন... 'প্রমাণ ছাড়া দায়ের করা মামলা সত্য হয় না', বিবৃতিতে জানালেন অভিনেত্রী
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement