হোম /খবর /বিদেশ /
ফেসবুক প্রতিষ্ঠাতার পরিবারে নতুন অতিথি, তৃতীয়বার বাবা হলেন মার্ক জাকারবার্গ

Mark Zuckerberg's Third Child: ফেসবুক প্রতিষ্ঠাতার পরিবারে নতুন অতিথি, তৃতীয় সন্তানের বাবা হলেন মেটা-কর্ণধার মার্ক জাকারবার্গ

নবজাতকের ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে

নবজাতকের ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে

Mark Zuckerberg's Third Child: পরিবারের নতুন সদস্যের সঙ্গে তাঁর ও স্ত্রী প্রিসিলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অগণিত অনুরাগী নেটিজেন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলাকে

  • Share this:

তৃতীয়বার বাবা হলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ৷ ফেসবুকেই জানিয়েছেন তাঁর তৃতীয় কন্যার জন্মের খবর৷ শুক্রবার নবজাতকের ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ৷ ক্যাপশনে মেটা-কর্ণধার লেখেন ‘‘পৃথিবীতে তোমাকে স্বাগতম অরেলিয়া চ্যান জুকেরবার্গ৷ তুমি একটা ছোট্ট আশীর্বাদ৷’’ স্ত্রী প্রিসিলা চ্যানের ছবিও শেয়ার করেছেন জাকারবার্গ৷ পরিবারের নতুন সদস্যের সঙ্গে তাঁর ও স্ত্রী প্রিসিলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অগণিত অনুরাগী নেটিজেন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলাকে৷

গত বছর সেপ্টেম্বরে জাকারবার্গ জানান তাঁর স্ত্রী প্রিসিলা অন্তঃসত্ত্বা৷ ছবিতে দম্পতির পরনে ছিল ক্যাজুয়াল হুডি৷ প্রিসিলার বেবি বাম্প স্পর্শ করেছিলেন জাকারবার্গ৷ তাঁর দুই মেয়ে ম্যাক্স ও অগাস্ট খুব শীঘ্র তাদের ছোট বোনকে পেতে চলেছে খেলার সঙ্গী হিসেবে, সে কথাও জানাতে ভোলেননি জাকারবার্গ৷ তাঁদের বড় মেয়ে ম্যাক্সিমা বা ম্যাক্সের বয়স ৭ বছর৷ ছোট মেয়ে অগাস্টের বয়স ৫ বছর৷

 

আরও পড়ুন :  ২৮ বছর বয়সেই ৯ সন্তানের মা, গত ১০ বছরে প্রতি বছরই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন

মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ৷ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রিসিলা তাঁর মেডিক্যাল ডিগ্রি পান ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে৷ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তাঁদের আলাপ ও প্রেম৷ ২০১০ সাল থেকে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন মার্ক এবং প্রিসিলা৷ ২০১২ সালে প্রিসিলার মেডিক্যাল ডিগ্রি লাভের পর তাঁরা বিয়ে করেন৷ ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়ে তাঁদের ম্যাকডোনাল্ডসের খাবার খাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল৷

 

আরও পড়ুন :  ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী

২০১৫-এ জন্ম তাঁদের প্রথম সন্তানের ৷ বড় মেয়ের নাম তাঁরা রাখেন ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ৷ ৭ বছরের ম্যাক্সিমার চিনা নাম চেন মিঙ্গু৷ সে সময় সন্তানধারণে স্ত্রীর শারীরিক সমস্যার কথাও জানান জাকারবার্গ৷ বলেছিলেন প্রথম বার মাতৃত্বের আগে তিন বার মিসক্যারেজের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রিসিলাকে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Facebook, Mark Zuckerberg, Social Media