Mark Zuckerberg's Third Child: ফেসবুক প্রতিষ্ঠাতার পরিবারে নতুন অতিথি, তৃতীয় সন্তানের বাবা হলেন মেটা-কর্ণধার মার্ক জাকারবার্গ

Last Updated:

Mark Zuckerberg's Third Child: পরিবারের নতুন সদস্যের সঙ্গে তাঁর ও স্ত্রী প্রিসিলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অগণিত অনুরাগী নেটিজেন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলাকে

নবজাতকের ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে
নবজাতকের ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে
তৃতীয়বার বাবা হলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ৷ ফেসবুকেই জানিয়েছেন তাঁর তৃতীয় কন্যার জন্মের খবর৷ শুক্রবার নবজাতকের ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ৷ ক্যাপশনে মেটা-কর্ণধার লেখেন ‘‘পৃথিবীতে তোমাকে স্বাগতম অরেলিয়া চ্যান জুকেরবার্গ৷ তুমি একটা ছোট্ট আশীর্বাদ৷’’ স্ত্রী প্রিসিলা চ্যানের ছবিও শেয়ার করেছেন জাকারবার্গ৷ পরিবারের নতুন সদস্যের সঙ্গে তাঁর ও স্ত্রী প্রিসিলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অগণিত অনুরাগী নেটিজেন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলাকে৷
গত বছর সেপ্টেম্বরে জাকারবার্গ জানান তাঁর স্ত্রী প্রিসিলা অন্তঃসত্ত্বা৷ ছবিতে দম্পতির পরনে ছিল ক্যাজুয়াল হুডি৷ প্রিসিলার বেবি বাম্প স্পর্শ করেছিলেন জাকারবার্গ৷ তাঁর দুই মেয়ে ম্যাক্স ও অগাস্ট খুব শীঘ্র তাদের ছোট বোনকে পেতে চলেছে খেলার সঙ্গী হিসেবে, সে কথাও জানাতে ভোলেননি জাকারবার্গ৷ তাঁদের বড় মেয়ে ম্যাক্সিমা বা ম্যাক্সের বয়স ৭ বছর৷ ছোট মেয়ে অগাস্টের বয়স ৫ বছর৷
advertisement
advertisement
আরও পড়ুন :  ২৮ বছর বয়সেই ৯ সন্তানের মা, গত ১০ বছরে প্রতি বছরই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন
মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ৷ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রিসিলা তাঁর মেডিক্যাল ডিগ্রি পান ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে৷ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তাঁদের আলাপ ও প্রেম৷ ২০১০ সাল থেকে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন মার্ক এবং প্রিসিলা৷ ২০১২ সালে প্রিসিলার মেডিক্যাল ডিগ্রি লাভের পর তাঁরা বিয়ে করেন৷ ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়ে তাঁদের ম্যাকডোনাল্ডসের খাবার খাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল৷
advertisement
আরও পড়ুন :  ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী
২০১৫-এ জন্ম তাঁদের প্রথম সন্তানের ৷ বড় মেয়ের নাম তাঁরা রাখেন ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ৷ ৭ বছরের ম্যাক্সিমার চিনা নাম চেন মিঙ্গু৷ সে সময় সন্তানধারণে স্ত্রীর শারীরিক সমস্যার কথাও জানান জাকারবার্গ৷ বলেছিলেন প্রথম বার মাতৃত্বের আগে তিন বার মিসক্যারেজের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রিসিলাকে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mark Zuckerberg's Third Child: ফেসবুক প্রতিষ্ঠাতার পরিবারে নতুন অতিথি, তৃতীয় সন্তানের বাবা হলেন মেটা-কর্ণধার মার্ক জাকারবার্গ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement