#নাশভিলে: করোনার প্রকোপ বেড়েই চলেছে গোটা বিশ্বে ৷ করোনার মোকাবিলায় তাই বিশ্ব জুড়েই কড়া পদক্ষেপ নিচ্ছে সব দেশেরই সরকার ৷ বহু দেশেই বাড়িয়ে দেওয়া হচ্ছে লকডাউন পিরিয়ড ৷ তবে এই লকডাউনের কারণেই মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেক মানুষ ৷ আর তার ফলাফল ভয়াবহ !
এরকমই এক ভয়াবহ ঘটনা ঘটে গেল নাশভিলের রাস্তায় ৷ এক দম্পতিকে সামনে পেয়ে ছুড়ি দিয়ে কোপ মারল এক যুবক ৷ পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় দম্পতিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ দু’জনেই এখন রয়েছে আইসিইউতে ৷
পুলিশ জানিয়েছেন, কেভিন ক্রাফ্ট ও তাঁর স্ত্রীকে হঠাৎই আক্রমণ করে কেলভিন নামের এক যুবক৷ ছুড়ি দিয়ে গলায়, ঘাড়ে আঘাত করে কেলভিন ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় দম্পতিকে ৷ পুলিশ খবর পেয়ে তৎক্ষনাৎ গ্রেফতার করে কেলভিনকে ৷
পুলিশ জানিয়েছে, কেলভিন ঘরছাড়া এক যুবক৷ যার রাস্তাতেই দিনযাপন ৷ আপাতত, কেলভিন রয়েছে কারাগারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Corona Virus News Update, Corona virus Shutdowns Attacks Couple, Lock Down