বিদেশে একসঙ্গে ৯ শিশুর জন্ম দেওয়ার দেড় বছর পর নবজাতকদের সঙ্গে নিয়ে স্বদেশে ফিরলেন মা

Last Updated:

Nonuplet Mom: বাবা মা এবং তাঁদের নয় নবজাতককে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয় মালির রাজধানী বামাকো-র বিমানবন্দরে

দেড় বছরেরও বেশি সময় পর মা এবং ৯ জন শিশু ফিরল তাদের নিজেদের দেশে
দেড় বছরেরও বেশি সময় পর মা এবং ৯ জন শিশু ফিরল তাদের নিজেদের দেশে
বামাকো : আফ্রিকান দেশ মালির নাগরিক এক অন্তঃসত্ত্বা গত বছর একসঙ্গে ৯ জন শিশুর জন্ম দিয়েছিলেন মরক্কোয়। দেড় বছরেরও বেশি সময় পর মা এবং ৯ জন শিশু ফিরল তাদের নিজেদের দেশে। সংবাদ সংস্থাকে এ খবর জানিয়েছেন মরক্কোর স্বাস্থ্যমন্ত্রী দিয়েমিনাতৌ সঙ্গারে।
মালির ওই তরুণী জানিয়েছেন তাঁর প্রত্যেক সন্তানকে সুস্থ অবস্থায় দেখে তিনি আনন্দিত ও পরিতৃপ্ত। বাবা মা এবং তাঁদের নয় নবজাতককে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয় মালির রাজধানী বামাকো-র বিমানবন্দরে। সে ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি।
একসঙ্গে ৯ সন্তানের জন্মদাত্রীর নাম হালিমা সিসে। মালির উত্তর অংশের শহর টিম্বুক্টুর এই বাসিন্দা ২০২১ সালের মে মাসে ৫ কন্যা ও ৪ পুত্রের জন্ম দেন মরক্কোর বন্দর শহর কাসাব্লাঙ্কায়। মালির সরকারের উদ্যোগে তাদের উড়িয়ে আনা হয় কাসাব্ল্যাঙ্কারই এইন বোরজা ক্লিনিকে।
advertisement
advertisement
আরও পড়ুন : ক্ষমতায় ডিনা বোলুয়ার্তে, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল পেরু
সেখানে মা এবং ৯ নবজাতকের শুশ্রূষা করা হয়। তার আগে ২৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানে ৫ সপ্তাহ তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে থাকেন। ১০ জন ডাক্তার এবং ২৫ জন প্যারামেডিক্স মিলে তাঁর অস্ত্রোপচার করেন। সিজারিয়ান সেকশনে ৯ সন্তানের জন্ম দেন তিনি।
advertisement
সদ্যোজাতদের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে। বিশেষ পরিচর্যার জন্য তাদের মরক্কোর ওই হাসপাতালে ভর্তি রাখা হয়। এর আগে একসঙ্গে সর্বোচ্চ সন্তান জন্ম দেওয়ার স্বীকৃত রেকর্ড ছিল আমেরিকান নাগরিক নাদিয়া সুলেমানের। ২০০৯ সালে ৩৩ বছর বয়সি নাদিয়া একসঙ্গে ৮ সন্তান প্রসব করেছিলেন। তাঁর নাম হয়ে গিয়েছিল অক্টোমাম। এ বার মালির হালিমার নাম হয়েছে নোনুপ্লেটস।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিদেশে একসঙ্গে ৯ শিশুর জন্ম দেওয়ার দেড় বছর পর নবজাতকদের সঙ্গে নিয়ে স্বদেশে ফিরলেন মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement