Latest News: ১-২-৩ করে ১৫ লাশ উদ্ধার গোপন কবর থেকে! মারাত্মক কাণ্ড, কোথায় দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Latest News: জানা গিয়েছে, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখনও পর্যন্ত ১৫টি লাশ পাওয়া গিয়েছে।
মেক্সিকো: মাদক কারবারি চক্রের অত্যাচারে জর্জরিত মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে গোপন কবর থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গভর্নরের নির্দেশে এএফপি রবিবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে।
মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে গোপন এক কবরের সন্ধান মিলেছে। সেখান থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। গভর্নর রামিরেজ বলেছেন, অঞ্চলটির শত্রু মাদক চক্রগুলির মধ্যে সংঘর্ষের ফলেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
আরও পড়ুন: ‘নতুন’ বাংলাদেশে ছাড় পেলেন না রবীন্দ্রনাথও! এই জায়গা থেকে মুছে গেল কবিগুরুর নাম, শুনে বুক কেঁপে উঠবে!
জানা গিয়েছে, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখনও পর্যন্ত ১৫টি লাশ পাওয়া গিয়েছে। অস্ত্র, যানবাহন এবং মাদকদ্রব্যও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চার জনকে।
advertisement
advertisement
আরও পড়ুন: ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ৬৩ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন
যদিও ধৃতদের বিরুদ্ধে ১৫ জনের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি গভর্নর। মেক্সিকোর মাদক কারবারি চক্রের দুষ্কৃতী হানা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশপাশে হয়ে থাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2024 6:24 PM IST