Iran missile attack on Israel video: আর একটু হলেই, চলন্ত গাড়ির সামনেই পড়ল ইরানের মিসাইল, বিষ্ফোরণে কাঁপল সবকিছু! দেখুন সেই ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Iran missile attack on Israel video: ইজরায়েলে ইরানের ৪০ মিনিটের ক্ষেপণাস্ত্র হামলায় চরম আতঙ্ক ছড়িয়েছে। অ্যাশড শহরে বিস্ফোরণের ভাইরাল ভিডিও দেখে কেঁপে উঠছে দুনিয়া। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষে বিশ্বজুড়ে যুদ্ধ ও তেলের দামে উর্ধ্বগতির আশঙ্কা বাড়ছে।
অ্যাশড: ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ এখন এক চরম ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। রবিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র—ফোর্ডো, নতাঞ্জ এবং ইসফাহান—বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। এর জবাবে ইরান সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, এ ধরনের হামলার মানে হচ্ছে ইরানের সেনাবাহিনীর উপর সরাসরি আক্রমণ।
এরপর সোমবার সকালেই ইরান ও ইজরায়েল একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। ইরান উত্তরের ইজরায়েলের বিভিন্ন স্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
এসবের মধ্যেই একটি ড্যাশক্যাম ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, ইজরায়েলের অ্যাশড শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের সময় কীভাবে বিস্ফোরণের পর পাথর ও ধ্বংসাবশেষ আকাশে ছিটকে যাচ্ছে। একটি চলন্ত গাড়ি কপাল ভাল থাকায় বেঁচে যায়৷ আর একটু এদিক ওদিক হলেই মিসাইলের আঘাতে শেষ হয়ে যেত আরও কিছু নিরীহ প্রাণ৷
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, একটি গাড়ির খুব কাছেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই গাড়ির উইন্ডশিল্ড ধুলোয় ঢেকে যায়। খবর অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র অ্যাশড শহরের কাছে একটি পাওয়ার স্টেশনে আঘাত হানে।
advertisement
টাইমস অব ইজরায়েল-এর রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত এই হামলায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে শহরের অন্যান্য অংশে এই বিস্ফোরণের প্রভাব পড়েছে। গোটা ইজরায়েলে ওয়ার সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিপোর্ট অনুযায়ী, ইরান একটানা ৪০ মিনিট ধরে ইজরায়েলের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
advertisement
WOW! Incredible footage captured from the dashcam of an Israeli driver in Southern Israel shows the moment an Iranian missile struck just a short distance from his car! Thankfully, despite all 10 missiles launched this morning in 5 separate volleys, there are no reports of… pic.twitter.com/oTAwVR3188
— ONE FOR ISRAEL Ministry (@oneforisrael) June 23, 2025
advertisement
এই তীব্র হামলা শুধু সামরিক নয়, কৌশলগতভাবেও গভীর প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যে এই নতুন উত্তেজনা গোটা বিশ্বের নজর কেড়েছে এবং ভবিষ্যতে বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 6:49 PM IST