Iran Strikes Israel with Khorramshahr 4 Missile: আমেরিকার হামলার পাল্টা জবাব ইরানের , ১৫০০ কেজির ওয়ারহেড যুক্ত মিসাইল বৃষ্টি! মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের আগুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Iran Strikes Israel with Khorramshahr 4 Missile: মার্কিন হামলার পর ইরান ইজরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খোররামশহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আভিভে আঘাত হানে। ইজরায়েল পাল্টা হামলায় ইরানে IRGC জওয়ানদের মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিস্তারিত জানুন...
তেহরান: মার্কিন যুক্তরাষ্ট্রের পরপর বিমানহানার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) রবিবার সকালে ইজরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানীয় বার্তা সংস্থা IRNA-র মতে, এটি চলমান যুদ্ধের ২০তম ধাপে হামলা।
এই হামলায় অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে ছিল ভয়ঙ্কর খোররামশহর-৪ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল প্রতিটি ১,৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। ইরান দাবি করেছে, এই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর, একটি জৈব গবেষণা কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি ও বেশ কিছু কম্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্যবস্তু ছিল।
advertisement
advertisement
এই ইরানি হামলার ঠিক আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র—ফোরদো, নাটাঞ্জ এবং ইসফাহানে বিমানহানা চালিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি করে। জেনারেল ড্যান কেইন জানান, মার্কিন ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ১২৫টি এয়ারক্রাফট ব্যবহৃত হয় এবং এটি ছিল ২০০১ সালের পর থেকে সবচেয়ে দীর্ঘ B-2 ফ্লাইট।
ইজরায়েল জানায়, এই ইরানি হামলায় দক্ষিণ ও মধ্য ইজরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে, তেল আভিভে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ও একটি বহু-মজলা ভবন ধ্বংস হয়। ৮০ জন আহত হন, তবে অধিকাংশের আঘাত হালকা।
advertisement
পাল্টা প্রতিশোধে, ইজরায়েল পশ্চিম ইরান ও কোম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইয়াজদের একটি দীর্ঘ পাল্লার মিসাইল ঘাঁটিও ধ্বংস করা হয়। ইরানের সরকারি সূত্রে জানা যায়, ইজরায়েলি হামলায় IRGC-র ৭ জন ও ২ জন সেনা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
advertisement
এই সংঘর্ষে আমেরিকা, ইরান ও ইজরায়েলের ত্রিমুখী উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 1:05 AM IST