Israel Strikes Iran's State TV Studio: ইরান নিউজ নেটওয়ার্ক-এর সদর দফতরে হামলা ইজরায়েলের! তবে কি এবার যুদ্ধের ইঙ্গিত?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ইরানি গণমাধ্যম সূত্রে খবর, এক উপস্থাপক যখন সরাসরি সম্প্রচারে ইজরায়েলের সমালোচনা করছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে। কিছুক্ষণ পরেই তাঁকে সম্প্রচার থেকে বেরিয়ে যেতে দেখা যায়, ঘটনার ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তেহরান: আরও বাড়ছে ইরান-ইজরায়েল হামলা। সোমবার ইজরায়েলি বাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্কের সদর দফতরে হামলা চালিয়েছে বলে অভিযোগ। এর ফলে হঠাৎ করেই এর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সোমবার ইজরায়েলি বাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক-এর সদর দফতরে হামলা চালায় ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ বছেন যে, “ইরানের প্রচার এবং উস্কানিমূলক মুখপত্রটি বিলুপ্ত হতে চলেছে।”
advertisement
ইরানি গণমাধ্যম সূত্রে খবর, এক উপস্থাপক যখন সরাসরি সম্প্রচারে ইজরায়েলের সমালোচনা করছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে। কিছুক্ষণ পরেই তাঁকে সম্প্রচার থেকে বেরিয়ে যেতে দেখা যায়, ঘটনার ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তেহরান ইরানের রাষ্ট্রীয় টিভিতে ইজরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং এটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। ঘটনার মাত্র এক ঘণ্টা আগে, ইজরায়েল তেহরানের যে অংশে টিভি স্টুডিওগুলি অবস্থিত, সেখানকার বাসিন্দাদের খালি করার জন্য সতর্কবার্তা জারি করেছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, সোমবার ভারত সরকার ইরানে থাকা ছাত্রছাত্রীদের আর্মেনিয়া রুটের মাধ্যমে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, কারণ তেল আভিভ ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দিনের শুরুতেই ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) মুখপাত্র এফি ডেফ্রিন ভারতকে আশ্বস্ত করেন যে, ইরান থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে ইজরায়েল সম্পূর্ণ সহযোগিতা করবে। “ভারতীয় নাগরিকদের ইরান থেকে নিরাপদে সরিয়ে নিতে আমরা যেভাবে সম্ভব, সমস্তভাবে সাহায্য করব,” জানিয়েছেন ডেফ্রিন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 11:49 PM IST