Iran attacks Qatar: বদলা নিয়েই ছাড়ল ইরান! এবার কাতারে মিসাইল হামলা, সিরিয়া, ইরাকেও...টার্গেট ট্রাম্পের আমেরিকা...পর পর অ্যাটাক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কাতার মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, "ঈশ্বরের কৃপায় এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্কতায়, এই ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার মতো ঘটনা এড়ানো গিয়েছে। মন্ত্রক পুনরায় নিশ্চিত করেছে যে কাতার রাষ্ট্রের আকাশসীমা এবং ভূখণ্ড নিরাপদ এবং কাতারি সশস্ত্র বাহিনী সর্বদা যে কোনও হুমকির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রক নাগরিক এবং বাসিন্দাদের সরকারি নির্দেশ এবং সর্বশেষ পরিস্থিতি জানার জন্য সরকারী সূত্র অনুসরণ করার পরামর্শও দিচ্ছে৷"
কাতার: ফর্দো, নাতানজ, ইসফাহান৷ ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করার পরেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোময় নেতা আতাউল্লাহ আলি খামেইনি৷ আমেরিকার হামলার বদলা নেবে ইরান৷ ইরান টার্গেট লক করে রেখেছে ওই এলাকায় থাকা সমস্ত মার্কিনি সেনা ঘাঁটিতে৷ শুধু হামলা চালানোর অপেক্ষা৷ সোমবার রাতে ইরানের তরফে এল প্রথম দফার সেই হামলা৷ ইরাক এবং কাতারে থাকা আমেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুঁড়ল ইরান৷ এই ঘটনায় মধ্য প্রাচ্যে পরিস্থিতির আরও উদ্বেগজনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে৷
শনিবার রাতে ইরানের তিন নিউক্লিয়ার ফেসিলিটিতে হামলা চালানোর পাল্টা হিসাবে সোমবার কাতারে থাকা মার্কিনি সেনা ঘাঁটিতে ইরান ৬টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে৷ কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের দৃশ্য ও শব্দ শুনতে পাওয়ার যায় এদিন৷ ইরান জানিয়েছে, আমেরিকা তাদের উপরে ঠিক যতগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, তারাও ঠিক ততগুলোই তাদের ফিরিয়ে দিয়েছে৷
advertisement
advertisement
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা আল আরাবিয়া ইংলিশকে জানিয়েছেন , হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা বিভাগ এই হামলা সম্পর্কে অবগত এবং কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটির কাছে যে হামলা হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি কী এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কীভাবে সম্পর্কিত?
advertisement
আল-উদেইদ বিমান ঘাঁটি হল কাতারের রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রধান মার্কিন ও জোট সামরিক ঘাঁটি। এটি মধ্যপ্রাচ্যে বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে কাজ করে এবং এই অঞ্চল জুড়ে আমেরিকান অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
ইরানের মিসাইল হামলার পরে কাতার সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সরকার তপর থাকায় প্রতিটি মিসাইলকেই মাঝ আকাশে ধ্বংস করা গিয়েছে৷ এই হামলাকে কাতারের “সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছে সে দেশের ররকার।
advertisement
কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করেছে, যার ফলে কোনও হতাহত বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে সাধারণ মানুষকে নিজেদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে কাতারের তরফে৷
কাতার মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, “ঈশ্বরের কৃপায় এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্কতায়, এই ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার মতো ঘটনা এড়ানো গিয়েছে। মন্ত্রক পুনরায় নিশ্চিত করেছে যে কাতার রাষ্ট্রের আকাশসীমা এবং ভূখণ্ড নিরাপদ এবং কাতারি সশস্ত্র বাহিনী সর্বদা যে কোনও হুমকির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রক নাগরিক এবং বাসিন্দাদের সরকারি নির্দেশ এবং সর্বশেষ পরিস্থিতি জানার জন্য সরকারী সূত্র অনুসরণ করার পরামর্শও দিচ্ছে৷”
advertisement
অন্যদিকে, আমেরিকার ইরানে বিমান হামলার ঠিক পরদিনই সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে খবর মিলেছে। এই ঘাঁটি সিরিয়ার পশ্চিমাঞ্চলের হাসাকা প্রদেশে অবস্থিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 23, 2025 11:26 PM IST