Bypoll Results: হারল সিপিএম! দু’বারের জেতা আসন হাতছাড়া...ভোট ব্যাঙ্কে ধস নামিয়ে ছিনিয়ে নিল কংগ্রেস

Last Updated:

২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নিলাম্বুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন পি ভি আনবর৷ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷ ফলে নিলাম্বুর আসনটি ফাঁকা হয়ে যায়৷

News18
News18
কেরল: শক্ত ঘাঁটি৷ কঠিন ঠাঁই৷ সেখানেই নামল ধস৷ উপ নির্বাচনের ফল স্পষ্ট হতেই বোঝা গেল জেতা আসন হাতছাড়া হল সিপিএমে-র৷ চলে গেল কংগ্রেসের হাতে৷ তবে কেরলের কাহানিতে ট্যুইস্ট রয়েছে আরও৷ গত দই বিধানসভা নির্বাচনে কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্র থেকে যে প্রার্থী পর পর জয় পেয়েছিলেন, তাঁকে দলে টেনেও দক্ষিণে ঘাসফুল ফোটাতে পারল না তৃণমূল৷ শেষ করতে হল তৃতীয় স্থানে৷ বিজেপির অবস্থা এখানে আরও করুন৷ তালিকায় চতুর্থ স্থানেই জায়গা মিলেছে তাদের৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শক্ত ঘাঁটির এই ধস কপালে ভাঁজ ফেলেছে পিনারাই বিজয়নদের৷
গত ১৯ জুন পঞ্জাব, গুজরাত এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল কেরলের নিলাম্বুরে৷ ভোট গণনা শেষ পর্যায়ে পৌঁছতেই বোঝা যাচ্ছিল, আসন হাতছাড়া হতে চলেছে সিপিএমের৷
উপ নির্বাচনে সাধারণত শাসকদলের প্রার্থীরই জয় হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে৷ কিন্তু, এক্ষেত্রে ট্রেন্ড বদলে ১১ হাজার ৭৭ ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন কংগ্রেস জোট UDF (United Democratic Front)-এর প্রার্থী আর্যদান শৌকথ৷ হারিয়ে দিয়েছেন পিনারাই বিজয়নদের LDF (Left Democratic Front)-এর প্রার্থী বাম যুব নেতা এম স্বরাজকে৷
advertisement
advertisement
বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নিলাম্বুর নিয়ে মনে হয় জয় নিয়ে বিশেষ চিন্তা ছিল না বিজয়নদের৷ তাই তরুণ যুবনেতাকেই প্রার্থী করেছিলেন তাঁরা৷ এই যুবনেতাকে কিছু দিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়। তাঁর পরাজয় কেরলের বাম নেতৃত্বের কাছেই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। দেখা গিয়েছে, নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোথুকল্লু পঞ্চায়েত এবং নিলাম্বুর পুর এলাকায় বামেদের ভোটব্যাঙ্কে ধস নামিয়েছে কংগ্রেস।
advertisement
২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নিলাম্বুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন পি ভি আনবর৷ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷ ফলে নিলাম্বুর আসনটি ফাঁকা হয়ে যায়৷
advertisement
তবে ১৯ জুনের উপ নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তিনি৷ তৃণমূল প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্রটিতে তথ্যগত ত্রুটি থাকায় তা বাতিল করে দেয় কমিশন। পরে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন আনবর৷ তবে পর পর দু’বার যে আনবরে আস্থা রেখেছিলেন নিলাম্বুরের মানুষ, তাঁকেই এবার টেনে নামিয়ে দিয়েছেন তৃতীয় স্থানে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bypoll Results: হারল সিপিএম! দু’বারের জেতা আসন হাতছাড়া...ভোট ব্যাঙ্কে ধস নামিয়ে ছিনিয়ে নিল কংগ্রেস
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement