Kaliganj Assembly By Election Results: ভোটের রেজাল্টের মাঝেই নাবালিকার মৃত্যু, কারা ফাটাল বোমা? কালীগঞ্জের ঘটনায় এবার চাওয়া হল রিপোর্ট

Last Updated:

সূত্রের খবর, উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই বিজয়মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

News18
News18
কলকাতা: নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই জয় পেয়েছেন তৃণমূল৷ কিন্তু, তার মাঝেই এসেছে দুঃসংবাদ৷ বোমার আঘাতে কালীগঞ্জের ১০ বছরের এক নাবালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নাবালিকার মৃত্যু নিয়ে গভীর শোকপ্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছেন৷ এবার কালীগঞ্জের নাবালিকা মারা যাওয়ার ঘটনায় রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিকও। রাজ্যের নোডাল অফিসারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ (Kaliganj By Election Result) ছিল। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। শেষমেশ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই বড় জয় পায় শাসক দল তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
সূত্রের খবর, উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই বিজয়মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনার কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লিখেছেন, ‘কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগড়ে বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় আমি স্তম্ভিত এবং গভীর ভাবে মর্মাহত৷ তাঁর পরিবারের পাশে আছি৷ আসামিদের ধরতে কড়া এবং আইনি যথাযোগ্য ব্যবস্থা নেবে পুলিশ৷’
advertisement
তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শুরু করে বিজেপি নেতা অমিত মালব্য X-এ লিখেছেন, “তৃণমূল কংগ্রেসের উদযাপন শেষ হল রক্তে রাঙা হাত দিয়ে। আবারও বলছি। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় সমাবেশ থেকে বোমা ছোঁড়া হয়েছিল, এবং সেই বিশৃঙ্খলার মধ্যে একটি ছোট মেয়ে, চতুর্থ শ্রেণির ছাত্রী, নিহত হয়েছে। এটা এবার বুঝে দেখুন।”
advertisement
প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই বড় জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জ থেকে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kaliganj Assembly By Election Results: ভোটের রেজাল্টের মাঝেই নাবালিকার মৃত্যু, কারা ফাটাল বোমা? কালীগঞ্জের ঘটনায় এবার চাওয়া হল রিপোর্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement