Vande Bharat Express: ‘ও কী ভাবে বসে আছে ভরা ট্রেনের মধ্যে...,’ বন্দে ভারতের ভিতরেই তুমুল ঝগড়া, মারপিট! কাঠগড়ায় বিজেপি বিধায়ক, কিন্তু দোষ কার?

Last Updated:

এদিকে, ওই যাত্রীর বিরুদ্ধে রেল পুলিশে দায়ের করা অভিযোগে, বিজেপি বিধায়ক দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে ট্রেনে সফর করছিলেন৷ সেই সময় তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন ওই যাত্রী৷ পরে ঝাঁসি স্টেশনে অন্যদের ডাকেন ও তাঁরাও একইরকমভাবে অশালীন আচরণ করেন বিধায়কের পরিবারের সঙ্গে৷

News18
News18
নয়াদিল্লি: যত কাণ্ড যেন ঘটে সেই বন্দে ভারতেই৷ আবারও বিতর্ক৷ সিট বদলাতে রাজি না হওয়ায় এবার ট্রেনের কামরার মধ্যেই চলল যাত্রীকে বেধড়ক মারধর৷ অভিযোগ উঠল বিজেপি বিধায়কের শাগরেদদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে আবার অভিযোগ দায়ের করলেন সেই বিধায়কই৷ ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে৷ যাত্রীকে মারধরের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ কার দোষ, কী বৃত্তান্ত, তদন্তে রেল পুলিশ৷
জানা গিয়েছে, বিজেপি বিধায়ক রাজীব সিং, গত ১৯ জুন তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে ওই বন্দে ভারত ট্রেনে সফর করছিলেন৷ তাঁর সঙ্গে তাঁর কয়েকজন শাগরেদও ছিলেন৷ অভিযোগ, ঝাঁসির বাবিনা স্টেশনের পরে তিনি তাঁর শাগরেদ মারফত ট্রেনের এক যাত্রীকে তাঁদের সঙ্গে সিট এক্সচেঞ্জ করতে বলেন৷
advertisement
advertisement
এই অনুরোধ পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু, অভিযোগ, ওই যাত্রী সিট এক্সচেঞ্জ করতে রাজি না হওয়ায় কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় দু’পক্ষের তর্কাতর্কি৷ যা গড়ায় হাতাহাতি পর্যন্ত৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই যাত্রীকে বেধড়ক মারধর করছেন বিধায়কের এক শাগরেদ৷
এদিকে, ওই যাত্রীর বিরুদ্ধে রেল পুলিশে দায়ের করা অভিযোগে, বিজেপি বিধায়ক দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে ট্রেনে সফর করছিলেন৷ সেই সময় তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন ওই যাত্রী৷ পরে ঝাঁসি স্টেশনে অন্যদের ডাকেন ও তাঁরাও একইরকমভাবে অশালীন আচরণ করেন বিধায়কের পরিবারের সঙ্গে৷
advertisement
রেলওয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট (ঝাঁসি) বিপুল কুমার শ্রীবাস্তব সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভবত ওই যাত্রীর বসার ভঙ্গি এবং তাঁর সিট বদলাতে রাজি না হওয়া নিয়ে তর্ক শুরু হয়েছিল দু’পক্ষের৷ আক্রান্ত যাত্রী জানিয়েছিলেন তিনি ভোপালে পৌঁছে এবিষয়ে অভিযোগ দায়ের করবেন। তবে, শুক্রবার দুপুর পর্যন্ত, ভোপাল রেলওয়ে পুলিশ কোনও অভিযোগ পায়নি৷ পুলিশ জানিয়েছে যে দ্বিতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express: ‘ও কী ভাবে বসে আছে ভরা ট্রেনের মধ্যে...,’ বন্দে ভারতের ভিতরেই তুমুল ঝগড়া, মারপিট! কাঠগড়ায় বিজেপি বিধায়ক, কিন্তু দোষ কার?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement