হোম /খবর /বিদেশ /
ছুরি দিয়ে বারবার কোপানোর পর, গাড়ির ধাক্কা ! আমেরিকায় খুন ভারতীয় নার্স

ছুরি দিয়ে বারবার কোপানোর পর গাড়ির ধাক্কা! আমেরিকায় হাসপাতাল চত্বরেই নৃশংস খুন ভারতীয় নার্স

Representational Image

Representational Image

হাসপাতাল থেকে ডিউটি শেষে বেরনো মাত্রই মেরিনের উপর ঝাঁপিয়ে পড়ে আততায়ী ৷ ছুরি দিয়ে মেরিনকে বারবার কোপাতে থাকে সে ৷

  • Last Updated :
  • Share this:

#ফ্লোরিডা: হাসপাতালের বাইরে ডিউটি শেষে বাড়ি ফেরার সময়ে খুন হতে হল ভারতীয় বংশোদ্ভূত নার্সকে ৷ দক্ষিণ ফ্লোরিডার ব্রোওয়ার্ড হেলথ কোরাল স্প্রিংস হাসপাতালের ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, মৃত নার্সের নাম মেরিন জয় (২৬) ৷ তিনি আদতে ভারতের কেরলের বাসিন্দা ৷ কর্মসূত্রে তিনি থাকতেন আমেরিকায় ৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হাসপাতাল থেকে ডিউটি শেষে বেরনো মাত্রই মেরিনের উপর ঝাঁপিয়ে পড়ে আততায়ী ৷ ছুরি দিয়ে মেরিনকে বারবার কোপাতে থাকে সে ৷ সেখানেই শেষ নয় ৷ ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পর গাড়ি দিয়ে ধাক্কাও মারে মেরিনকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নার্সের  ৷ পরে জানা যায়, আততায়ীর নাম ফিলিপ ম্যাথু ৷ ৩৪ বছরের ওই ব্যক্তি আমেরিকার মিশিগানের বাসিন্দা ৷

মঙ্গলবারই হাসপাতালে শেষ নাইট শিফট ছিল মেরিনের ৷ সেটা যে তাঁর জীবনের শেষ ডিউটি হবে, কেই বা জানত ৷ মেরিনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ব্রোওয়ার্ড হেলথ কোরাল স্প্রিংস হাসপাতাল কর্তৃপক্ষও ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Murder, USA