Indian In Ukraine: ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য চালু হল হেল্পলাইন, জানাল বিদেশমন্ত্রক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian in Ukraine: ইউক্রেনে ভারতীয় নাগরিকদের তথ্য ও সহায়তা প্রদানের জন্য বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ইউক্রেনে থাকা ভারতীয়রা যোগাযোগ করতে পারবে।
এরইমধ্যে ইউক্রেনে ভারতীয় নাগরিকদের তথ্য ও সহায়তা প্রদানের জন্য বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ইউক্রেনে থাকা ভারতীয়রা যোগাযোগ করতে পারবে। ইউক্রেনের ভারতীয়রা যাদের তথ্য ও সহায়তার প্রয়োজন তাঁরা বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারেন সেতাই জানানো হয়েছে।
advertisement
advertisement
একনজরে দেখে নিন ভারত সরকারের হেল্পলাইন নম্বরগুলি
1800118797 (toll free)
Phones: +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905
Fax: +91 11 23088124
Email: situationroom@mea.gov.in
24×7 emergency helpline in Ukraine: +380 997300428, +380 997300483
Email: cons1.kyiv@mea.gov.in
Website: eoiukraine.gov.in
advertisement
একটি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে ভারতের দূতাবাস একটি ২৪ ঘন্টা হেল্পলাইন স্থাপন করেছে। সূত্র জানিয়েছে বিদেশমন্ত্রক বলেছেন, “আমাদের লক্ষ্য ভারতীয়দের নিরাপত্তা ও নিরাপত্তার দিকে, বিশেষ করে ছাত্রদের। MEA কন্ট্রোল রুমটি ২৪x৭ ভিত্তিতে প্রসারিত এবং কার্যকর করা হচ্ছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 4:13 PM IST