Pakistan Shoot Out: বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখেই গুলি! একে একে মৃত্যু ২৩ যাত্রীর! ভয়াবহ কাণ্ড বালোচিস্তানে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বাস থেকে যাত্রীদের নামিয়ে সোজা গুলি চালিয়ে দিল আততায়ীরা। ঘটনায় প্রায় ২৩ জনের প্রাণ গিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। নিহতদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা যায়।
বালোচিস্তান: বাস থেকে যাত্রীদের নামিয়ে সোজা গুলি চালিয়ে দিল আততায়ীরা। ঘটনায় প্রায় ২৩ জনের প্রাণ গিয়েছে। আহত আরও অনেক যাত্রী। বাস থেকে নামিয়ে পরিচয় পত্র দেখতে চাওয়া হয়েছিল যাত্রীদের, এমনই খবর। এর পরেই তাঁদের গুলি করা হয়। সোমবার পাকিস্তানের বালোচিস্তানে এমন ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য বিশ্বে। আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। নিহতদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা যায়।
সূত্রের খবর, হামলাকারীরা মুসাখেল জেলার আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে, যাত্রীদের ট্রাক ও বাস থেকে নামিয়ে দেয় এবং ১০টি গাড়িতে আগুন দেয়।
⚡️BREAKING: BLA Rebels attacked Bela military camp in Turbat, Balochistan 🇵🇰
🪖 Militants took the camp under control late night.
Casualties are believed to be in high double figures. pic.twitter.com/imMJ8lf8cc
— Sputnik India (@Sputnik_India) August 26, 2024
advertisement
advertisement
সহকারী কমিশনার নজীব কাকার পাকিস্তানি সংবাদপত্রকে জানিয়েছেন, যে নিহতরা সকলেই পাঞ্জাব প্রদেশের। মৃতদেহগুলিকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। আহতদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রতিশ্রুতি দেন যে প্রাদেশিক সরকার সন্ত্রাসীদের এবং তাঁদের সহযোগীদের বিচার নিশ্চিত করা হবে।
advertisement
নিরাপরাধ যাত্রী
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে হামলাকারীদের “জাতির শত্রু” বলে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি জোর দিয়েছিলেন যে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
advertisement
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর একটি প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হিংসার সঙ্গে সম্পর্কিত 380 জন নিহত এবং 220 জন আহত হয়েছেন। সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবিরোধী অভিযান সহ 240টি ঘটনার কারণে হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানানো হয়েছে।
গত অক্টোবরে বালোচিস্তানের কেচ জেলার তুরবাতে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা পাঞ্জাবের ছয় শ্রমিককে হত্যা করে। পুলিশ হত্যাকাণ্ডগুলোকে ‘টার্গেট’ বলেই উল্লেখ করেছে। বাস থেকে নেমে যাত্রীদের গুলি করার ঘটনা জাতিবিদ্বেষ বলেই মনে করছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 2:14 PM IST