Bangladesh Pakistan Alliance: বিরাট বিপদ! পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড জঙ্গি ঘুরছে ভারতের সীমান্তে, আবার কোন হামলার ছক! হাই অ্যালার্ট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh Pakistan Alliance: পাকিস্তানের জঙ্গি ঘুরছে ভারতের সীমান্ত এলাকায়! জাতিসংঘের নিষিদ্ধ ঘোষণা করা সন্ত্রাসী ও লস্কর-ই-তৈবা (LeT)-র প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী ইবতিসাম ইলাহী জহির বর্তমানে বাংলাদেশে।
ঢাকা, ২৮ অক্টোবর: পাকিস্তানের জঙ্গি ঘুরছে ভারতের সীমান্ত এলাকায়! জাতিসংঘের নিষিদ্ধ ঘোষণা করা সন্ত্রাসী ও লস্কর-ই-তৈবা (LeT)-র প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী ইবতিসাম ইলাহী জহির বর্তমানে বাংলাদেশে। পাকিস্তানের ধর্মীয় সংগঠন মারকাজি জামিয়াত আহলে হাদীস-এর মহাসচিব জহির ২৫ অক্টোবর ঢাকায় পৌঁছয়। এর পর দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে সফর শুরু করেন।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইবতিসাম ইলাহী জহির গত দুদিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকাগুলো সফর করেছে। স্থানীয় কিছু জঙ্গি গোষ্ঠীর সদস্যরা তাকে সংবর্ধনা দিয়েছে বলেও জানা যাচ্ছে। সফর চলাকালীন সে উসকানিমূলক বক্তব্যও দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জহির আগামী তিন থেকে চার দিনের মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করেছে। তার এই সফরকে ঘিরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর এটি ইবতিসাম ইলাহী জহিরের সে দেশে দ্বিতীয় সফর। চলতি বছরের ফেব্রুয়ারিতেও সে বাংলাদেশ সফর করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- জাপানকেও টেক্কা, কত গতিতে ছুটল চিনের নতুন হাই স্পিড ট্রেন? শুনলে চমকে যাবেন
পাকিস্তানভিত্তিক উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তির এই সফরকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত অঞ্চলে তার উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। ভারতের সীমান্তবর্তী এলাকায়, বিশেষত উত্তর-পূর্ব সীমান্ত বরাবর ইবতিসাম ইলাহী জহিরের সফর নয়াদিল্লিতে উদ্বেগের সৃষ্টি করেছে। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করছেন অনেকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 1:39 PM IST

