China New High Speed Train: জাপানকেও টেক্কা, কত গতিতে ছুটল চিনের নতুন হাই স্পিড ট্রেন? শুনলে চমকে যাবেন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বর্তমানে চিনের সবথেকে দ্রুত গতির সিআর ৪০০ ফাক্সিং ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার৷
হাই স্পিড ট্রেন চালানোর ক্ষেত্রে নয়া নজির সৃষ্টি করল চিন৷ হাই স্পিড ট্রেনের প্রযুক্তিকে অন্য মাত্রায় নিয়ে গেল তারা৷ নতুন সিআর ৪৫০ ট্রেনের পরীক্ষামূলক দৌড়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন চিনের ইঞ্জিনিয়াররা৷
চিনের নতুন সিআর ৪৫০ ট্রেন পরীক্ষামূলক দৌড়ে সর্বোচ্চ ৮৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি ছুঁয়ে ফেলেছে৷ যা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে৷
এতদিন এই রেকর্ড ছিল জাপানের এলজিও সিরিজের ম্যাগলেভ ট্রেনের দখলে৷ ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতি ছুঁয়েছিল জাপানের এই হাইস্পিড ট্রেন৷ গতির এই দৌড়ে জাপানকে অনেকটাই পিছনে ফেলে দিল চিন৷
advertisement
নতুন এই সিআর ৪৫০ ট্রেন শাংহাই-ছেংডু হাই স্পিড রেল করিডরে চালাবে চিন৷ তবে ৬ লক্ষ কিলোমিটারের সফল পরীক্ষামূলক দৌড়ের পরই এই ট্রেন যাত্রী পরিষেবা দিতে শুরু করবে৷
advertisement
চিনের সরকারি মুখপত্র সিজিটিএন-এর দাবি অনুযায়ী, নতুন এই ট্রেনের ইঞ্জিনিয়ারিং এবং সুরক্ষা সংক্রান্ত যাবতীয় ছাড়পত্রগুলি চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ তবে পরীক্ষামূলক দৌড়ে এই ট্রেন ৮৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিডে ছুটলেও যাত্রী পরিষেবা দেওয়ার সময় প্রতি ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিতে ছুটবে৷
বর্তমানে চিনের সবথেকে দ্রুত গতির সিআর ৪০০ ফাক্সিং ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার৷ জানা গিয়েছে, নতুন সিআর ৪৫০ ট্রেনটি মাত্র ৪ মিনিট ৪০ সেকেন্ডেই ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ ছুঁতে পারবে৷ বর্তমানে চালু সিআর ৪০০ ট্রেনের এই গতি তুলতে সময় লাগে ৬ মিনিট ২০ সেকেন্ড৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 8:12 PM IST

