'গ্লোবাল টেররিস্ট' মাসুদ আজহার, ভারতের সঙ্গে চাপ বাড়াল ফ্রান্সও
Last Updated:
এই নিয়ে দ্বিতীয় বার রাষ্ট্রসঙ্ঘকে মাসুদ আহজাহার নিয়ে প্রস্তাব দিল ফ্রান্স৷ ২০১৭ সালে ব্রিটেন ও ফ্রান্সের পাশাপাশি একই পরস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রও৷
#প্যারিস: পুলওয়ামা হামলার পরে আন্তর্জাতিক চাপ বাড়ছে পাকিস্তানের উপর৷ ভারতের পাশে দাঁড়িয়ে এ বার জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট বা আন্তর্জাতিক জঙ্গি তালিকায় সংযোজনের পক্ষে সওয়াল করল ফ্রান্সও৷ যার নির্যাস, ভারতের সঙ্গেই মাসুদ আজহারের নাম গ্লোবাল টেররিস্ট তালিকায় তোলার জন্য দেশগুলির চাপ বাড়ছে রাষ্ট্রসঙ্ঘের উপর৷
এই নিয়ে দ্বিতীয় বার রাষ্ট্রসঙ্ঘকে মাসুদ আহজাহার নিয়ে প্রস্তাব দিল ফ্রান্স৷ ২০১৭ সালে ব্রিটেন ও ফ্রান্সের পাশাপাশি একই পরস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রও৷ কিন্তু চিন বিরোধিতা করে৷ ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়৷ ফ্রান্স সরকারের একটি সূত্র জানিয়েছেন, মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ঢোকাতে রাষ্ট্রসঙ্ঘে জোরাল সওয়াল করবে ফ্রান্স৷ কয়েক দিনের মধ্যেই৷
advertisement
ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ফিলিপ এতিয়েঁ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি বৈঠকের পরই মাসুদ আজহার নিয়ে সিদ্ধান্ত জানায় ফ্রান্স৷ পুলওয়ামা হামলার মৃত সেনাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ফ্রান্স৷
advertisement
আরও ভিডিও: পুলওয়ামা হামলার হাড়হিম বিবরণ, প্রত্যক্ষদর্শীর বয়ান...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2019 8:34 AM IST