Imran Khan: ‘একটা চুল ছোঁয়ার সাহসও নেই’, ইমরানের অসুস্থতার জল্পনা উড়িয়ে দিলেন বোন! শেহবাজ সরকারের তীব্র নিন্দা

Last Updated:

Imran Khan: ‘‘ওঁর (ইমরান খান) মাথার একটা চুল ছোঁয়ারও সাহস হবে না ওদের’’। ইমরান খানের অসুস্থতার জল্পনা উড়িয়ে এমনটাই জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান।

‘একটা চুল ছোঁয়ার সাহসও নেই’, ইমরানের অসুস্থতার জল্পনা উড়িয়ে দিলেন বোন! শেহবাজ সরকারের তীব্র নিন্দা
‘একটা চুল ছোঁয়ার সাহসও নেই’, ইমরানের অসুস্থতার জল্পনা উড়িয়ে দিলেন বোন! শেহবাজ সরকারের তীব্র নিন্দা
ইসলামাবাদ: ‘‘ওঁর (ইমরান খান) মাথার একটা চুল ছোঁয়ারও সাহস হবে না ওদের’’। ইমরান খানের অসুস্থতার জল্পনা উড়িয়ে এমনটাই জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান। কয়েকদিন ধরে জেলবন্দি ইমারানের শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা তৈরি হয়। এমনকি তাঁর মৃত‍্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে ইমরানের বোন উড়িয়ে দিলেন সমস্ত গুজব। জানালেন সুস্থই আছেন ইমরান। পাশাপাশি পাকিস্তানের বর্তমান ভগ্নপ্রায় বিচারব‍্যবস্থার কড়া নিন্দা করেন তিনি।
আলিমা জানালেন, ‘‘কমপক্ষে ছয় সপ্তাহ ধরে একা রয়েছেন ইমরান।’’ পরিবারের সদস্যদের আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মঙ্গলবারের নির্ধারিত সাক্ষাতের সময়ে দেখা করতে দেওয়া হচ্ছে না। ‘‘ওরা সমস্ত কিছুতেই আদালতের অবমাননা করছে।’’ সাক্ষাত্‍কারে জানান তিনি। “বিচার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ভাল বিচারক রয়েছেন, কিন্তু তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে,” জানালেন আলিমা।
advertisement
advertisement
কার এবং সেনা প্রধান আসিম মুনিরকে নিশানা করে সাম্প্রতিক সংবিধান সংশোধনের প্রসঙ্গ টানলেন ইমরানের বোন। তিনি বলেন, ২৭তম সংশোধনী ‘‘ব্যক্তি-নির্দিষ্ট”। “কয়েকজন মানুষ নিজেদের পুরোপুরি আইনের বাইরে রাখছে,” তিনি বললেন, “এটা আমাদের সবার জন্য একটা বাস্তবতা।
তবুও, তিনি জোর দিয়ে বললেন, কর্তৃপক্ষ ওনাকে ক্ষতি করার ঝুঁকি নেবে না। “পাকিস্তানে প্রচণ্ড ক্ষোভ আছে,” তিনি বললেন। “ইমনার খানের কিছু হলে, আপনি কি ভাবছেন মানুষ চুপচাপ বসে থাকবে? ওরা (কর্তৃপক্ষ) ভাল করেই জানে এরপর কী হবে।” তিনি আরও বললেন, পরিবার ও আইনজীবীরা বারবার চেষ্টা করেছেন ইমরানের সঙ্গে দেখা করার। যার মধ্যে মঙ্গলবারের এক প্রতিবাদও ছিল, যেখানে মহিলা পুলিশ অফিসাররা জোর করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
advertisement
“আমাদের ফুটপাতে বসে প্রতিবাদ করার অধিকার আছে,” তিনি বললেন। “কিন্তু ওরা আমাদের ওপর হামলা করেছে। আমার ৭১ বছর বয়সী বোনকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তরুণী মেয়েদেরও মারা হয়েছে। আমাদের জেল থেকে এক কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আবার ফিরে এসেছিলাম।” তিনি বললেন, পরিবার ও আইনজীবীদের সাক্ষাতের অনুমতি সংক্রান্ত আদালতের আদেশ “পুলিশ ছিঁড়ে ফেলে দিয়েছে”। “বিচার বিভাগের কোনও সম্মান নেই। এটা ফ্যাসিস্ট সিস্টেম”, ঘোষণা ইমরানের দিদির।
advertisement
আলিমার মতে, সুপ্রিম কোর্টও অকার্যকর হয়ে গেছে। “আমাদের আইনজীবীরা Constitutional Court-এ গিয়েছিলেন প্রক্রিয়া জানতে, কিন্তু সেটা অকার্যকর,” তিনি বললেন। “আইনের শাসনকে পুরোপুরি কবর দেওয়া হয়েছে।” তিনি সতর্ক করলেন, পাকিস্তানেরএর খারাপ হতে থাকা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক হতাশা জনগণের ক্ষোভকে চরমে নিয়ে যাচ্ছে। “কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। অশান্তি হবেই।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan: ‘একটা চুল ছোঁয়ার সাহসও নেই’, ইমরানের অসুস্থতার জল্পনা উড়িয়ে দিলেন বোন! শেহবাজ সরকারের তীব্র নিন্দা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement