Astrology: ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খুলে যাবে কপাল! ধনু-সহ ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে, '২৬ সালেও হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
December lucky Rashifal: ৫ ডিসেম্বর দুপুর ৩টা ৩৮ মিনিটে মিথুন রাশি-তে প্রবেশ করে আবারও বক্রী হবে বৃহস্পতির৷ ১১ মার্চ ২০২৬-এ মিথুন রাশি-তে মার্গী হবে। জ্যোতিষীদের মতে, বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন অনেক রাশি-র জন্য লাভজনক সময় আসতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মিথুন রাশি: বৃহস্পতির মার্গী হওয়ার প্রভাব মিথুন রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাগ্যবর্ধক হবে। এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে এবং অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও বেশি থাকবে এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকেও ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। চাকরি করা মানুষদের পদোন্নতি বা দায়িত্ব বাড়ার সুযোগ আসতে পারে।
advertisement
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন‍্য বৃহস্পতির মার্গীর ফলে খুবই ভাল সময় আসতে চলেছে। চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে সফলতা আসতে শুরু করবে এবং অনেকদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে। স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা যাবে, বিশেষ করে যারা অনেকদিন ধরে কোনও অসুখ বা সমস্যায় ভুগছিলেন, তারা স্বস্তি পেতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )


