মার্কিন সংবাদপত্র দফতরে গুলিবৃষ্টি, হত অন্তত ৫

হামলার পর ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

হামলার পর ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

ফের আক্রান্ত মার্কিন মুলুক ৷ এবার লক্ষ্য সংবাদপত্রের দফতর ৷ আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের আন্নাপোলিসে ‘দ্য ক্যাপিটাল গেজেট’ নামের একটি সংবাদপত্রের অফিসে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল অন্তত পাঁচজনের ৷

  • Last Updated :
  • Share this:

    #মেরিল্যান্ড: ফের আক্রান্ত মার্কিন মুলুক ৷ এবার লক্ষ্য সংবাদপত্রের দফতর ৷ আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের আন্নাপোলিসে ‘দ্য ক্যাপিটাল গেজেট’ নামের একটি সংবাদপত্রের অফিসে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল অন্তত পাঁচজনের ৷ আহত হয়েছেন বেশ কয়েক জন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে কী কারণে এই হামলা চালিয়েছে ওই বন্দুকবাজ তা এখনও স্পষ্ট নয় ৷সংবাদ সংস্থা সূত্রে খবর, স্থানীয় সময় অনুয়ায়ী বৃহস্পতিবার বিকেলে মেরিল্যান্ডে এই হামলার ঘটনা ঘটেছে ৷ হঠাৎই ওই অফিসের কাঁচের জানলার বাইরে থেকে গুলিবৃষ্টি শুরু করে ওই হামলাকারী ৷ মার্কিন পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যাক্তির কাছ থেকে একটি রাইফেল ও শটগান উদ্ধার করা হয়েছে ৷মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন ৷

    আরও পড়ুন: প্রকাশ্যে এই জিনিসটা খেতে পারবেন না মেগান, হুকুম জারি করলেন রানি

    ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
    First published:

    Tags: Attack, Capital Gazette, Death, Fire, Newspaper, United States