Italy Murder: স্ত্রীর উপরে প্রতিশোধ, আদালতের নির্দেশে ছেলেকে পেয়েই এই কাণ্ড ঘটালো বাবা

Last Updated:

অতীতে ওই ব্যক্তির বিরুদ্ধে এমন সব মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও পাইতোনি নামে ওই ব্যক্তির আবেদনে সাড়া দেন বিচারক (Italy Murder)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#রোম: আদালতের নির্দেশেই বাবার কাছে যেতে বাধ্য হয়েছিল সাত বছরের ছেলে৷ আর সেই সুযোগেই বর্ষবরণের আগের রাতে নিজের ছেলেকে খুন (Murder) করল ওই ব্যক্তি৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, নৃশংস এই ঘটনা ঘটেছে ইতালিতে (Italy Murder)৷
জানা গিয়েছে, অভিযুক্ত চল্লিশ বছর বয়সি ডাভিডে পাইতোনির সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন তার স্ত্রী৷ এমন কি, নিজের এক সহকর্মীকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে গৃহবন্দিও থাকতে হয়েছে৷
advertisement
advertisement
অতীতে ওই ব্যক্তির বিরুদ্ধে এমন সব মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও পাইতোনি নামে ওই ব্যক্তির আবেদনে সাড়া দেন বিচারক৷ আদালত নির্দেশ দেয়, ৩১ ডিসেম্বরের সন্ধেবেলা বাবার সঙ্গেই কাটাতে হবে সাত বছরের ছেলেকে৷ ইতালির ভারেসে প্রদেশে পাইতোনির বাড়িতেই তার ছেলেকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
সাত বছরের ছেলেটি অবশ্য বাবার কাছে যেতে অরাজি ছিল৷ বাবার কাছে না যেতে রীতিমতো কাকুতি মিনতি করেছিল সে৷ মা এবং দাদু-দিদার কাছেই থাকত সে৷ কিন্তু আদালতের নির্দেশে বাধ্য হয়েই ওই শিশুটিকে বাবার কাছে পাঠাতে বাধ্য হন তাঁরা৷ আর তারই পরিণতি হয় মর্মান্তিক৷ নিজের বাড়িতে একা পেয়ে ছেলেকে নৃশংস ভাবে খুন করে ওই ব্যক্তি৷
advertisement
তবে ওই বাড়িতে পৌঁছনোর পর পাইতোনি এবং তার ছেলের মধ্যে কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়৷ পুলিশ জানিয়েছে, শিশুটির গলায় ছুরির গভীর ক্ষত মিলেছে৷ অভিযুক্তের বাবার একটি বাড়িতে থাকা আলমারির মধ্যে থেকে পরে শিশুটির দেহ উদ্ধার করা হয়৷
advertisement
পুলিশের অনুমান, স্ত্রীর উপরে প্রতিশোধ নিতেই ছেলেকে খুন করেছে অভিযুক্ত৷ এমন কী, শিশুটিকে খুনের পরেও তাকে ফিরিয়ে দেওয়ার অছিলায় স্ত্রীকে নিজের কাছে ডাকে পাইতোনি৷ তার পরে স্ত্রীকেও খুন করার জন্য ছুরি দিয়ে হামলা চালায় সে৷ গুরুতর আঘাত লাগলেও প্রাণে বেঁচে যান ওই মহিলা৷ ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত৷ শেষ পর্যন্ত ২ জানুয়ারি মিলিটারি অফিসাররা তাকে গ্রেফতার করে৷
advertisement
নিজের স্ত্রীকে পাঠানো ভয়েস মেসেজে পাইতোনি বলে, 'আমি তোমাকে শাস্তি দিতে চেয়েছি কারণ তুমি আমার জীবন শেষ করে দিয়েছো আর আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছো৷'
ইতালির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিশুটির শোকস্তব্ধ দাদু বলেন, 'আমাদের নাতি ওর বাবার কাছে যেতে চায়নি৷ আমরা ওকে জোর করে পাঠিয়ে বড় ভুল করেছি৷'
বাংলা খবর/ খবর/বিদেশ/
Italy Murder: স্ত্রীর উপরে প্রতিশোধ, আদালতের নির্দেশে ছেলেকে পেয়েই এই কাণ্ড ঘটালো বাবা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement