Howrah: স্ত্রীর সঙ্গে বিবাদ, হাওড়ায় রাস্তায় দাঁড়িয়ে নিজের গলা কাটলেন স্বামী, রক্ত দিয়ে লিখলেন দেওয়ালে

Last Updated:

ধারালো অস্ত্রের আঘাতে ক্ষরিত রক্ত দিয়ে আত্মঘাতী কারণ লিখে, স্ত্রীকে ফোন করে লুটিয়ে পড়লেন রাস্তায় | 

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#হাওড়া: স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে রাস্তায় দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যার (Suicide) চেষ্টা করলেন এক যুবক৷ সেই রক্ত দিয়ে  কারণ দেওয়ালে চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ দেওয়ালে লিখলেন অভিমানী স্বামী৷ নিজের রক্ত দিয়ে অভিমানের কারণ লিখতে লিখতেই রাস্তায় লুটিয়ে পড়লেন বছর ৩৭-এর যুবক৷
এমন কি, এই কাণ্ড ঘটানোর আগে স্ত্রীকে ফোন করে নিজেই চরম সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন পেশায় টোটোচালক ওই ব্যক্তি৷ এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল হাওড়ার (Howrah) বেলুড়ের অগ্রসেন রোডের বাসিন্দারা৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় টোটোচালক ওই যুবক নিশ্চিন্দার নবোদয় পল্লির বাসিন্দা৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় উপরে তাঁকে পড়ে থাকতে দেখে যুবকের কাছে থাকা মোবাইল থেকে তাঁর স্ত্রীকে ফোন করেন স্থানীয়রা ৷ ইতিমধ্যেই স্বামীর ফোন পেয়ে খোজাখুঁজি শুরু করেছিলেন স্ত্রীও ৷ স্থানীয়দের থেকে অবস্থান জানতে পেরে নিজেই এসে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্ত্রী৷
advertisement
ওই যুবকের কাছ থেকে একটি ছোট ধারালো অস্ত্রও উদ্ধার হয়৷ তাঁর স্ত্রীর দাবি, এ দিন টোটো নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময়, সাংসারিক বিষয় ঝগড়া হয়েছিল দু' জনের মধ্যে৷ তারপর থেকে বেশ কয়েকবার ফোন করলেও স্বামী ফোন ধরেননি ৷ এর পরেই স্থানীয়দের থেকে ফোন পান তিনি৷
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটে গেলেও ওই যুবকের গলায় ক্ষত রয়েছে| সন্ধ্যাবেলায় কীভাবে প্রকাশ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটলেন, কেন কেউ ওই যুবককে বাধাও দিল না তা নিয়ে প্রশ্ন  উঠছে{ স্থানীয়দের দাবি, বেলুড়ের অগ্র সেন স্ট্রিট দিয়ে সন্ধ্যার পর সেরকম কেউ যাতায়াত করেন না৷ এলাকায় একটি কারখানা এবং স্কুলও আছে৷ সেই কারণেই সন্ধ্যার পর থেকেই এলাকাটি ফাঁকা হয়ে যায় ৷ তার উপরে রবিবার ছিল ছুটির দিন৷ সেই সুযোগ নিয়েই এই ঘটনা ঘটান ওই যুবক৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: স্ত্রীর সঙ্গে বিবাদ, হাওড়ায় রাস্তায় দাঁড়িয়ে নিজের গলা কাটলেন স্বামী, রক্ত দিয়ে লিখলেন দেওয়ালে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement