Howrah Murder: পাঁচ বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে স্ত্রীকে খুন! পালানোর আগেই হাওড়ায় পুলিশের জালে স্বামী

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক ধরে মালিপাঁচঘড়ার ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিল সাউ দম্পতি৷ কিন্তু মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তির আওয়াজ পেতেন প্রতিবেশীরা (Howrah Murder৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#হাওড়া: পাঁচ বছরের মেয়েকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখে স্ত্রীকে খুন (Murder) করল স্বামী৷ তার পর ব্যাগ গুছিয়ে পালানোর পরিকল্পনাও করেছিল অভিযুক্ত৷ যদিও প্রতিবেশীদের তৎপরতায় পালানোর আগেই ধৃতকে ঘটনাস্থল েথকে গ্রেফতার করল পুলিশ৷
এ দিন সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) মালিপাঁচঘড়া থানা এলাকার শ্রীরাম ঢ্যাং রোডে৷ পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে খুন করেছে পেশায় ক্যাব চালক শুভম সাউ নামে ওই ব্যক্তি৷ মৃতার নাম সুইটি সাউ৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক ধরে মালিপাঁচঘড়ার ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিল সাউ দম্পতি৷ কিন্তু মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তির আওয়াজ পেতেন প্রতিবেশীরা৷ এ দিনও সকাল থেকেই দু' জনের মধ্যে বাদানুবাদ শুনতে পান প্রতিবেশীরা৷ এক সময় সুইটির আর্তনাদে তাঁদের সন্দেহ হয়৷
এর পরই প্রতিবেশীদের তরফেই খবর যায় মালিপাঁচঘড়া থানায়৷ দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় মালিপাঁচঘড়া থানার পুলিশ৷ শুভম সাউয়ের ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে গৃহবধূর দেহ৷ ঘরের ভিতরেই ছিল সুইটির স্বামী শুভম সাউ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে নিচ্ছিল সে৷ ঘটনাস্থল থেকেই শুভমকে আটক করে পুলিশ৷ জানা গিয়েছে, নিহতের মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন ছিল৷ মৃতদেহের পাশেই হাতুড়ি, স্ত্রু এবং ইলেক্ট্রিকের কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করে পুলিশ৷
advertisement
যদিও এত ঘটনা টেরই পায়নি পাশের ঘরে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুটি৷ তাঁকে ঘুমন্ত অবস্থাতেই উদ্ধার করে আত্মীয়দের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ কী কারণে সে স্ত্রীকে খুন করল, অভিযুক্ত স্বামীকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Murder: পাঁচ বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে স্ত্রীকে খুন! পালানোর আগেই হাওড়ায় পুলিশের জালে স্বামী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement