Cannibalism: মানুষের মাংস খেলে নাকি সারবে মাথার রোগ ! আমেরিকায় গ্রেফতার ‘নরখাদক’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
US man charged with cannibalism: মানুষের মাংস খেলে নাকি তার মাথার রোগ সারবে ৷ এই ধারণা থেকেই মানুষ খুন করা শুরু করেছিল ওই ব্যক্তি !
নিউইয়র্ক: মানুষের মাথায় কত ধরণের চিন্তাভাবনাই না আসে ৷ এই কারণেই বলা হয় মানুষের মন সবথেকে বেশি জটিল ৷ এমন অদ্ভূত অদ্ভূত সব ধারণা অনেকের মনে জন্মায়, যাকে নিয়ে কোনও মন্তব্য করার জায়গাতেই কেউ থাকেন না ৷ সম্প্রতি এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে (US man charged with cannibalism) ৷
মানুষের মাংস খেলে নাকি তার মাথার রোগ সারবে ৷ এই ধারণা থেকেই মানুষ খুন করা শুরু করেছিল ওই ব্যক্তি ! হ্যা, শুনেই গা কাঁটা দেওয়ার মতো ঘটনা ৷ ঠিক এমন ঘটনাই ঘটেছে মার্কিন মুলূকে ৷ যদিও খুব বেশি দিন এই কাজ চালাতে পারেনি সে ৷ পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে ৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার ইদাহোরে ৷
advertisement
advertisement
ডেইলি বিস্টের খবর অনুযায়ী পুলিশ জানিয়েছে, ডেভিড ফ্ল্যাগেট নামের এক ৭০ বছর বয়সী বৃদ্ধ হঠাৎই নিখোঁজ হয়ে যান ৷ তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত জেমস ডেভিড রাসেলের বাড়িতে ওই বৃদ্ধের দেহাবশেষ খুঁজে পায় ৷ পরে তল্লাশি চালিয়ে ডেভিডের মৃতদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ ৷ ডেভিডের হাত-পা বাঁধা ছিল ৷ এবং শরীরের বেশ কিছু অংশ পাওয়া যায়নি ৷ এরপরেই জিজ্ঞাসাবাদের পর কেন এই কাজ সে করেছে, তা জানায় রাসেল ৷ বাড়ির বাইরে একটি গাড়ির মধ্যে রাখা ছিল মৃতদেহ ৷
advertisement
পুলিশ জানিয়েছে, রাসেলের প্রতি সন্দেহ হওয়ায় তার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে রক্তমাখা ছুরি এবং বেশ কয়েকটি পাত্র উদ্ধার হয়েছে। রাসেল এর আগে আরও কাউকে খুন করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2021 10:13 AM IST