Viral Video: ব্রা নিয়ে তুমুল বিতর্ক পাকিস্তানে! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, নিশানায় এই সুন্দরী...

Last Updated:

Viral Video: সম্প্রতি সেই অভিনেত্রীই ব্রা পরে জনপ্রিয় লেডিস ইনারওয়্যার ব্র্যান্ড ‘ভিক্টোরিয়া সিক্রেট’-এর বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন।

যদিও স্তনের বিষয়ে সচেতন অনেক মহিলাই কিন্তু রাতে বিছানাতেও ব্রা পরে থাকতেই অভ্যস্ত। তারা কি আদৌ ঠিক করছেন না ভুল? এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা বলেন, এমন কিছু বেছে নিন যার স্ট্র্যাপ বা বাস্ট খুব টাইট নয় এবং আপনার ত্বকের উপর চেপে বসবে না।
যদিও স্তনের বিষয়ে সচেতন অনেক মহিলাই কিন্তু রাতে বিছানাতেও ব্রা পরে থাকতেই অভ্যস্ত। তারা কি আদৌ ঠিক করছেন না ভুল? এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা বলেন, এমন কিছু বেছে নিন যার স্ট্র্যাপ বা বাস্ট খুব টাইট নয় এবং আপনার ত্বকের উপর চেপে বসবে না।
#ইসলামাবাদ: তুর্কি টিভি সিরিয়াল আরতুগ্রুল-এ হালিমা সুলতান চরিত্রে অভিনয় করেছিলেন তুর্কি অভিনেত্রী ইসরা বিলজিক। এবার সেই অভিনেত্রীর উপরই প্রবল ক্ষেপে উঠল পাকিস্তানিরা। আরতুগ্রুল সিরিয়ালে ওই অভিনেত্রীকে রাণীর চরিত্রে দেখা গিয়েছিল। আর সম্প্রতি সেই অভিনেত্রীই ব্রা পরে জনপ্রিয় লেডিস ইনারওয়্যার ব্র্যান্ড ‘ভিক্টোরিয়া সিক্রেট’-এর বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন। এই বিষয়টিই কিছুতে মেনে নিতে পারছেন না পাকিস্তানিরা (Viral Video)।
View this post on Instagram

A post shared by Esra Bilgic (@esbilgic)

advertisement
advertisement
পাকিস্তানি, বিশেষত পাক পুরুষদের একাংশ বলছেন, ওই অভিনেত্রীর লজ্জা হওয়া উচিত এমন পোশাক পরার জন্য। এমনকী সোশ্যাল মিডিয়াতেই ওই অভিনেত্রীকে লক্ষ্য করে চলছে গালিগালাজ। তাদের অভিযোগ, ইসরা বিলজিক এই বিজ্ঞাপনের মাধ্যমে নগ্নতা প্রচার করতে চাইছেন! কেউ কেউ লিখেছেন, ''এভাবে ব্রা পরে দেখলে আরতুগ্রুল ভাই (সিরিয়ালের নায়ক) আপনাকে চড় মারবে।'' একজন লিখেছেন, ''আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে পাকিস্তানের কাছে চেয়ে নিন, কিন্তু এভাবে ইসলামিক সংস্কৃতিকে ধ্বংস করবেন না।''
advertisement
প্রসঙ্গত, ভিক্টোরিয়া সিক্রেট-এর নতুন কালেকশন ‘লাভ ক্লাউডের’ প্রচারে বিলজিক ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। বিজ্ঞাপনটি আপলোড করার সঙ্গেসঙ্গেই পাকিস্তানিদের একাংশ প্রতিবাদ জানাতে থাকেন। অনেক আবার ক্ষোভে ফেটে পড়ে বলছেন, তুর্কি অভিনেত্রী তাদের অনুভূতির সঙ্গে খেলেছে। অনেকেই আবার অভিনেত্রীকে রীতিমত হুমকিও দিচ্ছেন প্রকাশ্যে।
advertisement
এবারই অবশ্য প্রথম নয়, বিলজিক এমন সমালোচনার মুখোমুখি আগেও হয়েছেন। গত বছরও এভাবেই মৌলবাদীদের অগ্নিচক্ষু দেখতে হয়েছিল তাকে। তিনি অবশ্য এসবের তোয়াক্কা করেন না। তাঁর কথায়, ''পোশাক নিয়ে যাদের সমস্যা আছে তারা আমাকে অনুসরণ করবেন না।''
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: ব্রা নিয়ে তুমুল বিতর্ক পাকিস্তানে! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, নিশানায় এই সুন্দরী...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement