Donald Trump: দ্বিদলীয় ব‍্যবস্থায় তৃতীয় দল! ‘হাস‍্যকর’, এলন মাস্কের নতুন দলকে নিয়ে কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প?

Last Updated:

Donald Trump: মাস্কের ঘোষণার পর প্রথমবার এই নতুন দল নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিদলীয় ব‍্যবস্থায় তৃতীয় দল! ‘হাস‍্যকর’, এলন মাস্কের নতুন দলকে নিয়ে কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প?
দ্বিদলীয় ব‍্যবস্থায় তৃতীয় দল! ‘হাস‍্যকর’, এলন মাস্কের নতুন দলকে নিয়ে কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প?
ট্রাম্প-মাস্ক বন্ধুত্ব ভেঙেছে আগেই। আমেরিকায় নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন এলন মাস্ক। মাস্কের ঘোষণার পর প্রথমবার এই নতুন দল নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের দলকে ‘হাস‍্যকর’ বলে উল্লেখ‍্য করেছেন ট্রাম্প।
রবিবার নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডলে মাস্কের নতুন রাজনৈতিক দল সম্পর্কে লেখেন ডোনাল্ড ট্রাম্প। মাস্কের নতুন রাজনৈতিক দলকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন, নিজের প্রতিক্রিয়ায় তাও বুঝিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘আমি নিশ্চিত গত পাঁচ সপ্তাহ ধরে এলন সম্পূর্ণ ভুলপথে রয়েছে।’’
advertisement
advertisement
আমেরিকার রাজনৈতিক ভিত্তি বরাবরই দ্বিদলীয়। সেখানে মার্কিন ধনকুবের এলন মাস্ক তৈরি করেছেন নতুন একটি রাজনৈতিক দল। নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। আমেরিকার দ্বিদলীয় রাজনৈতিক ব‍্যবস্থার উল্লেখ‍্য করে ট্রাম্পের মন্তব‍্য, ‘‘একটি তৃতীয় রাজনৈতিক দল কখনও আমেরিকায় সফল হয়নি। এই ব‍্যবস্থা তেমনভাবে তৈরিই নয়। এর মধ্যে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি সৃষ্টি করবে। কখনওই কোনও তৃতীয় দল সফল হয় না এখানে। সুতরাং, ও (মাস্ক) এটা উপভোগ করুক, কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর।’’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: দ্বিদলীয় ব‍্যবস্থায় তৃতীয় দল! ‘হাস‍্যকর’, এলন মাস্কের নতুন দলকে নিয়ে কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প?
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement