Donald Trump: ‘ঠিক জায়গাতেই রাখা আছে’! পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব‍্যে বড় ইঙ্গিত

Last Updated:

Donald Trump: আমেরিকার দুটি অস্ত্রবাহী ডুবোডাহাজ সঠিক জায়গাতেই রয়েছে, রবিবার ফের ঘোষণা ট্রাম্পের।

 ‘ঠিক জায়গাতেই রাখা আছে’! পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব‍্যে বড় ইঙ্গিত
‘ঠিক জায়গাতেই রাখা আছে’! পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব‍্যে বড় ইঙ্গিত
ওয়াশিংটন: গোটা বিশ্বে দুই সর্বোচ্চ পরমাণু শক্তিধর দেশ হল আমেরিকা এবং রাশিয়া। রাশিয়ার উপর বেজায় চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ‍্যে চলছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পালা। আমেরিকার দুটি অস্ত্রবাহী ডুবোডাহাজ সঠিক জায়গাতেই রয়েছে, রবিবার ফের ঘোষণা ট্রাম্পের।
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের পরমাণু অস্ত্র সংক্রান্ত উস্কানিমূলক মন্তব‍্যের জবাবেই পাল্টা জবাব দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘যেখানে থাকার কথা, সেখানেই রয়েছে।’’ পারমাণবিক সাবমেরিনগুলো রাশিয়ার মুখোমুখি হওয়ার জন্য মোতায়েন করা হয়েছে কিনা প্রশ্ন করে এক সাংবাদিক, তার জবাবেই রাশিয়াকে কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পের।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মন্তব‍্য করেন, ‘‘ট্রাম্পের মনে রাখা উচিত মস্কো পারমাণবিক হামলার ক্ষমতা রাখে।’’ এর জবাবে ট্রাম্প জানিয়েছিলেন, ‘‘রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অত্যন্ত উত্তেজনাপূর্ণ বিবৃতির ভিত্তিতে … আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে অবস্থান করার নির্দেশ দিয়েছি, এই বোকা বোকা মন্তব‍্যগুলো যদি কোনও কারণে নেহাত্‍ মন্তব‍্য না হয়।’’
advertisement
যদিও সাবমেরিন সরানো সম্পর্কে ট্রাম্পের দাবি নিয়ে কোনও মন্তব‍্য করেনি মার্কিন নৌবাহিনী। পারমাণবিক প্রতিরোধের মতো সংবেদনশীল মিশনের কারণে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন মোতায়েনের ঘটনা খুবই বিরল। এই প্রসঙ্গে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প “পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন” দ্বারা ঠিক কী বোঝাতে চেয়েছিলেন তা নির্দিষ্ট করেননি। মার্কিন সামরিক সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত এবং পারমাণবিক টিপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে, যদিও সবগুলো নয়, জানিয়েছে রয়টার্স।
advertisement
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি, কিছুতেই যুদ্ধ বন্ধ করছেন না পুতিন। ফলে রাশিয়াকে থামাতে উদ‍্যত আমেরিকার প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্কও ঠেকেছে তলানিতে। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মাঝেই আসে পরমাণু অস্ত্রের প্রসঙ্গ। রাশিয়াকে শাস্তি দিতে রাশিয়ার বন্ধু দেশ ভারতকেও চাপে রাখতে চাইছেন। রাশিয়ার থেকে তেল কেনার জন‍্য ভারতের উপর চাপিয়েছেন অধিক শুল্ক (ট‍্যারিফ)।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: ‘ঠিক জায়গাতেই রাখা আছে’! পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব‍্যে বড় ইঙ্গিত
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement