Online Shopping: Amazon কেনাকাটা বন্ধ করতেই এই মহিলা ১১ মাসে চুকিয়ে ফেললেন ১৭ লক্ষ টাকার ধার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Online Shopping: সঞ্চয়ের টাকা, পকেট মানির টাকা কিম্বা নিজের কষ্টার্জিত টাকা উড়িয়ে থাকেন অ্যামাজনে (Amazon) ,
#লন্ডন: বাড়ির বয়স্করা সবসময়েই পরামর্শ দেন কোনও কিছু কেনার সময় ঠাণ্ডা মাথায়, ভাবনা চিন্তা করে কেনা উচিত৷ এমন জিনিসই কেনা উচিত যা প্রয়োজনীয় বা কাজে লাগবে৷ কিন্তু তরুণ প্রজন্ম এই কথাকে একেবারে উড়িয়ে দিয়ে নিজেদের মতো কেনাকাটা করে থাকেন এবং নিজেদের সঞ্চয়ের টাকা, পকেট মানির টাকা কিম্বা নিজের কষ্টার্জিত টাকা উড়িয়ে থাকেন অ্যামাজনে (Amazon) ৷ এরকমই করতেন জেমা জর্ডন৷ যখন যেটা ইচ্ছা তখন সেটাই কিনে নিতেন৷ তাঁর একেবারে শপিংয়ের নেশা ছিল৷ অনলাইন শপিংয়ে (Online Shopping) যিনি টাকা লুটিয়ে বেড়াতেন৷ শপিংয়ে নেশা (Shopping Addiction) তাঁকে সর্বস্বান্ত করে ছাড়ছিল, এই শপিং ছাড়ার পর তিনি বুঝতে পারলেন তিনি প্রয়োজন ছাড়াই কিভাবে এই অনলাইন শপিংয়ে আসক্ত ছিলেন৷ এখনও অবধি তিনি লক্ষ লক্ষ টাকা এভাবেই উড়িয়েছেন৷
৪০ বছরের জেমা নিজের খরচ কম করার জন্য একটি অ্যাপ্লিকেশন (money management app ) ডাউনলোড করেন, তখন তিনি বুঝতে পারেন যে প্রতি মাসে তিনি কী পরিমাণ ফালতু খরচ করতেন৷ তিনি এই ফালতু খরচ অনলাইন শপিংয়ে করতেন৷ তিনি একবছর অ্যামাজনে (Amazon ) কেনাকাটা বন্ধ করে এক বছরের মধ্যে ১৭,০০০ হাজার পাউন্ডের ধার চুকিয়ে ফেলেন৷
advertisement
advertisement
ইংল্যান্ডের শ্রিয়ুসবরির বাসিন্দা ২ সন্তানের মা জেমা জানতে চাইতেন আসলে টাকা কোথায় খরচ হচ্ছে৷ তিনি নিজের ১৭ হাজার পাউন্ড যা প্রায় ১৭ লক্ষ টাকা কেন ধার করেছিলেন৷ কিন্তু কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না এই টাকা কোথায় যাচ্ছে৷ তাই খরচে নিয়ন্ত্রণের জন্য তিনি নিজের ফোনে মানি ম্যানেজমেন্ট অ্যাপ লাগান৷ সেই তার জ্ঞান চক্ষু উন্মীলনে সাহায্য করে৷ তিনি অ্যামাজনে শপিং অ্যাডিকটেড ছিলেন৷ প্রতি মাসের হাজার হাজার টাকার কেনাকাটা করেই সেই টাকা উড়িয়ে দিতেন৷
advertisement
মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি নিজের এই নেশার কথা জানার পর তিনি অ্যামাজনে (Amazon) কেনাকাটা বন্ধ করে দেন৷ প্রায় ৬ মাস অবধি অনলাইনে কিছুই অর্ডার (Online Order) করেননি৷ এরফলে তাঁর বহুটাতা বেঁচে যায়৷ এছাড় চিনি ফুড শপে কেনাকাটাও বন্ধ করে দেন৷ ১১ মাসে তিনি ১৭ লক্ষ টাকার ধার চুকিয়ে ফেলেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2021 5:02 PM IST