Online Shopping: Amazon কেনাকাটা বন্ধ করতেই এই মহিলা ১১ মাসে চুকিয়ে ফেললেন ১৭ লক্ষ টাকার ধার

Last Updated:

Online Shopping: সঞ্চয়ের টাকা, পকেট মানির টাকা কিম্বা নিজের কষ্টার্জিত টাকা উড়িয়ে থাকেন অ্যামাজনে (Amazon) ,

woman explains how ditching amazon helped her to clear 17 lakh rupees debt in 11 months
woman explains how ditching amazon helped her to clear 17 lakh rupees debt in 11 months
#লন্ডন: বাড়ির বয়স্করা সবসময়েই পরামর্শ দেন কোনও কিছু কেনার সময় ঠাণ্ডা মাথায়, ভাবনা চিন্তা করে কেনা উচিত৷ এমন জিনিসই কেনা উচিত যা প্রয়োজনীয় বা কাজে লাগবে৷ কিন্তু তরুণ প্রজন্ম এই কথাকে একেবারে উড়িয়ে দিয়ে নিজেদের মতো কেনাকাটা করে থাকেন এবং নিজেদের সঞ্চয়ের টাকা, পকেট মানির টাকা কিম্বা নিজের কষ্টার্জিত টাকা উড়িয়ে থাকেন অ্যামাজনে (Amazon)  ৷ এরকমই করতেন জেমা জর্ডন৷ যখন যেটা ইচ্ছা তখন সেটাই কিনে নিতেন৷ তাঁর একেবারে শপিংয়ের নেশা ছিল৷ অনলাইন শপিংয়ে (Online Shopping) যিনি টাকা লুটিয়ে বেড়াতেন৷ শপিংয়ে নেশা (Shopping Addiction) তাঁকে সর্বস্বান্ত করে ছাড়ছিল, এই শপিং ছাড়ার পর তিনি বুঝতে পারলেন তিনি প্রয়োজন ছাড়াই কিভাবে এই অনলাইন শপিংয়ে আসক্ত ছিলেন৷ এখনও অবধি তিনি লক্ষ লক্ষ টাকা এভাবেই উড়িয়েছেন৷
৪০ বছরের জেমা নিজের খরচ কম করার জন্য একটি অ্যাপ্লিকেশন  (money management app )  ডাউনলোড করেন, তখন তিনি বুঝতে পারেন যে প্রতি মাসে তিনি কী পরিমাণ ফালতু খরচ করতেন৷ তিনি এই ফালতু খরচ অনলাইন শপিংয়ে করতেন৷ তিনি একবছর অ্যামাজনে (Amazon ) কেনাকাটা বন্ধ করে এক বছরের মধ্যে ১৭,০০০ হাজার পাউন্ডের ধার চুকিয়ে ফেলেন৷
advertisement
advertisement
ইংল্যান্ডের শ্রিয়ুসবরির বাসিন্দা ২ সন্তানের মা জেমা জানতে চাইতেন আসলে টাকা কোথায় খরচ হচ্ছে৷ তিনি নিজের ১৭ হাজার পাউন্ড যা প্রায় ১৭ লক্ষ টাকা কেন ধার করেছিলেন৷ কিন্তু কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না এই টাকা কোথায় যাচ্ছে৷ তাই খরচে নিয়ন্ত্রণের জন্য তিনি নিজের ফোনে মানি ম্যানেজমেন্ট অ্যাপ লাগান৷ সেই তার জ্ঞান চক্ষু উন্মীলনে সাহায্য করে৷ তিনি অ্যামাজনে শপিং অ্যাডিকটেড ছিলেন৷ প্রতি মাসের হাজার হাজার টাকার কেনাকাটা করেই সেই টাকা উড়িয়ে দিতেন৷
advertisement
মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি নিজের এই নেশার কথা জানার পর তিনি অ্যামাজনে (Amazon) কেনাকাটা বন্ধ করে দেন৷ প্রায় ৬ মাস অবধি অনলাইনে কিছুই অর্ডার (Online Order) করেননি৷ এরফলে তাঁর বহুটাতা বেঁচে যায়৷ এছাড় চিনি ফুড শপে কেনাকাটাও বন্ধ করে দেন৷ ১১ মাসে তিনি ১৭ লক্ষ টাকার ধার চুকিয়ে ফেলেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Online Shopping: Amazon কেনাকাটা বন্ধ করতেই এই মহিলা ১১ মাসে চুকিয়ে ফেললেন ১৭ লক্ষ টাকার ধার
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement