T20 World Cup: Afganistan কি হতে পারবে ভারতের ট্রাম্পকার্ড, Semi final-র তিন পথ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমফাইনালে (Semi Final) খেলার উপায়৷
#কলকাতা: টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) সেমিফাইনালে পৌঁছবে কিনা লাখ টাকার প্রশ্ন৷ বিরাট কোহলির (Virat Kohli) দলকে সেমিফাইনালে (Semi Final) পৌঁছতে গেলে শুধুমাত্র ভালো পারফরম্যান্সের ওপর নয় নির্ভর করতে হবে ভাগ্যের ওপরেও৷ যা বিরাটের হাতের বাইরে৷ নিউজিল্যান্ড দলের পারফরম্যান্সের ওপরও অনেকটাই নির্ভর করছে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমফাইনালে (Semi Final) খেলার উপায়৷
টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমিফাইনালের (Semi Final) ওপর যদি নজর রাখা হয় তাহলে গ্রুপ ২ -থেকে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সামনে রয়েছে ৩ টি রাস্তা৷ তাদের একসঙ্গে এই তিনটি পথই ব্যবহার করতে হবে৷ দুটি ড্রাইভিং সিট এরমধ্যে বসে রয়েছেন বিরাট কোহলি অন্যদিকে আরেকটি সিট রয়েছে নিউজিল্যান্ডের দখলে৷
advertisement
advertisement
সেমিফাইনালের (Semi Final) পুরো সমীকরণ বোঝার আগে নজর রাখুন, এই গ্রুপে ৪ ম্যাচের ৪ টিতেই জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ তারা ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে৷ এখন জোর লড়াই ২ নম্বর জায়গার জন্য৷ এখন আফগানিস্তান সেই জায়গায় রয়েছে৷ এরপর নিউজিল্যান্ড৷ ভারত এখন পাঁচ নম্বরে রয়েছে৷ দেখে নিন ভারতের তিন পথ৷
advertisement
টিম ইন্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি দুটি ম্যাচে জিততে হবে৷ শুক্রবার ভারতের লড়াই স্কটল্যান্ডের বিরুদ্ধে৷ এরপর ভারতকে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে হবে৷ আফগানিস্তানের বিরুদ্ধে ধামাকা জয় হয়েছে৷ এরফলে নেট রানরেটে ভারত প্লাসে গিয়েছে৷ আফগানিস্তান ৩.০৯৭ থেকে ১.৪৮১ নেমে এসেছে৷ টিম ইন্ডিয়া স্কটল্যান্ড ও নামিবিয়া মোট ১২০ রানের কমে যদি হারিয়ে দেয় তাহলে তাদের রানরেট আফগানিস্তানের থেকে বেশি হয়ে যাবে৷
advertisement
নিউজিল্যান্ড নিজেদের শেষ দুটি ম্যাচ যদি জেতে তাহলে তাহলে নেট রানরেটের সব বিষয় সেখানেই শেষ হয়ে যাবে৷ ৪ পয়েন্টের সঙ্গে তারাই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে৷ আর এরফলে ভারত ও আফগানিস্তানের সব আশার সলিল সমাধি হয়ে যাবে৷
advertisement
ভারতের কাছে বড় ধাক্কার পর আফগানিস্তানের রান রেট এক ধাক্কায় একদম নিচে নেমে গেছে৷ এরফলে তাদের নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারাতে হবে৷ ফলে ভারত চাইবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান জিতুক৷ এখন অপেক্ষা রবিবারের৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2021 12:02 PM IST