T20 World Cup: Afganistan কি হতে পারবে ভারতের ট্রাম্পকার্ড, Semi final-র তিন পথ

Last Updated:

এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমফাইনালে (Semi Final) খেলার উপায়৷

 scenarios for india and new zealand to reach semifinal from group 2
scenarios for india and new zealand to reach semifinal from group 2
#কলকাতা: টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)  সেমিফাইনালে পৌঁছবে কিনা লাখ টাকার প্রশ্ন৷ বিরাট কোহলির (Virat Kohli) দলকে সেমিফাইনালে  (Semi Final) পৌঁছতে গেলে শুধুমাত্র ভালো পারফরম্যান্সের ওপর নয় নির্ভর করতে হবে ভাগ্যের ওপরেও৷  যা  বিরাটের হাতের বাইরে৷ নিউজিল্যান্ড দলের পারফরম্যান্সের ওপরও অনেকটাই নির্ভর করছে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup)  সেমফাইনালে (Semi Final)  খেলার উপায়৷
টি টোয়েন্টি বিশ্বকাপের  (ICC T20 World Cup)  সেমিফাইনালের (Semi Final) ওপর যদি নজর রাখা হয় তাহলে গ্রুপ ২ -থেকে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সামনে রয়েছে ৩ টি রাস্তা৷ তাদের একসঙ্গে এই তিনটি পথই ব্যবহার করতে হবে৷ দুটি ড্রাইভিং সিট এরমধ্যে বসে রয়েছেন বিরাট কোহলি অন্যদিকে আরেকটি সিট রয়েছে নিউজিল্যান্ডের দখলে৷
advertisement
advertisement
সেমিফাইনালের (Semi Final) পুরো সমীকরণ বোঝার আগে নজর রাখুন, এই গ্রুপে ৪ ম্যাচের ৪ টিতেই জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ তারা ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে৷ এখন জোর লড়াই ২ নম্বর জায়গার জন্য৷ এখন আফগানিস্তান সেই জায়গায় রয়েছে৷ এরপর নিউজিল্যান্ড৷ ভারত এখন পাঁচ নম্বরে রয়েছে৷ দেখে নিন ভারতের তিন পথ৷
advertisement
টিম ইন্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি দুটি ম্যাচে জিততে হবে৷ শুক্রবার ভারতের লড়াই স্কটল্যান্ডের বিরুদ্ধে৷ এরপর ভারতকে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে হবে৷ আফগানিস্তানের বিরুদ্ধে ধামাকা জয় হয়েছে৷ এরফলে নেট রানরেটে ভারত প্লাসে গিয়েছে৷ আফগানিস্তান ৩.০৯৭ থেকে ১.৪৮১ নেমে এসেছে৷ টিম ইন্ডিয়া স্কটল্যান্ড ও নামিবিয়া মোট ১২০ রানের কমে যদি হারিয়ে দেয় তাহলে তাদের রানরেট আফগানিস্তানের থেকে বেশি হয়ে যাবে৷
advertisement
নিউজিল্যান্ড নিজেদের শেষ দুটি ম্যাচ যদি জেতে তাহলে তাহলে নেট রানরেটের সব বিষয় সেখানেই শেষ হয়ে যাবে৷ ৪ পয়েন্টের সঙ্গে তারাই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে৷ আর এরফলে ভারত ও আফগানিস্তানের সব আশার সলিল সমাধি হয়ে যাবে৷
advertisement
ভারতের কাছে বড় ধাক্কার পর আফগানিস্তানের রান রেট এক ধাক্কায় একদম নিচে নেমে গেছে৷ এরফলে তাদের নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারাতে হবে৷ ফলে ভারত চাইবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান জিতুক৷ এখন অপেক্ষা রবিবারের৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: Afganistan কি হতে পারবে ভারতের ট্রাম্পকার্ড, Semi final-র তিন পথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement