Earn Money: হতে চান মালামাল, এই স্টকে বিনিয়োগকারীরা ৬ মাসে মুনাফা করলেন ১০৫%

Last Updated:
মাল্টিব্যাগার শেয়ার (Multibagger stock) এমন শেয়ারকে বলা হয় যা বিনিয়োগ হওয়া অর্থের থেকে কয়েক গুণ বেশি রিটার্ন (Stock return) দেয়৷
1/4
#নয়াদিল্লি: শেয়ার বাজারের দুনিয়ায় কিছু স্টক এমন আছে যা এই বছর মাল্টিব্যাগার প্রমাণিত হয়েছে৷ মাল্টিব্যাগার শেয়ার (Multibagger stock) এমন শেয়ারকে বলা হয় যা বিনিয়োগ হওয়া অর্থের থেকে কয়েক গুণ বেশি রিটার্ন (Stock return) দেয়৷ এ বছরের এরকমই স্টক হল লাক্স ইন্ডাস্ট্রিজ (Lux Industries)৷ এই বছরে দেদার রিটার্ন (Multibagger return) দিয়েছে এই বছর৷ Photo-Representative
#নয়াদিল্লি: শেয়ার বাজারের দুনিয়ায় কিছু স্টক এমন আছে যা এই বছর মাল্টিব্যাগার প্রমাণিত হয়েছে৷ মাল্টিব্যাগার শেয়ার (Multibagger stock) এমন শেয়ারকে বলা হয় যা বিনিয়োগ হওয়া অর্থের থেকে কয়েক গুণ বেশি রিটার্ন (Stock return) দেয়৷ এ বছরের এরকমই স্টক হল লাক্স ইন্ডাস্ট্রিজ (Lux Industries)৷ এই বছরে দেদার রিটার্ন (Multibagger return) দিয়েছে এই বছর৷ Photo-Representative
advertisement
2/4
২০২১ -এ এখনও অবধি ১৩১ শতাংশ এগিয়েছে৷ গত ৬ মাসে ১০৫ শতাংশ রিটার্ন বেশি দিয়েছে৷ ব্রোকারেজ ফার্ম আনন্দরাঠি এই শেয়ার দ্রুত গতিতে এগোবে৷ আর্থিক বর্ষ ২০২১-২২ দ্বিতীয় ত্রৈমাসিকে Lux Industries -র প্রদর্শন প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি হচ্ছে৷ এই অবধি কোম্পানি মুনাফার জন্য বছরের হিসেবে ৫০ শতাংশ আর আয়ের হিসেবে ২৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে৷ যদিও ব্যবসার মরশুমি চরিত্রের কারণে ২০২২ সালের প্রথম ৬ মাসে ব্যাঙ্কিং ক্যাপিটাল বেশি হবে৷ এই বছরের শেষে খানিকটা পড়বে এই শেয়ারের দাম৷ Photo-Representative
২০২১ -এ এখনও অবধি ১৩১ শতাংশ এগিয়েছে৷ গত ৬ মাসে ১০৫ শতাংশ রিটার্ন বেশি দিয়েছে৷ ব্রোকারেজ ফার্ম আনন্দরাঠি এই শেয়ার দ্রুত গতিতে এগোবে৷ আর্থিক বর্ষ ২০২১-২২ দ্বিতীয় ত্রৈমাসিকে Lux Industries -র প্রদর্শন প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি হচ্ছে৷ এই অবধি কোম্পানি মুনাফার জন্য বছরের হিসেবে ৫০ শতাংশ আর আয়ের হিসেবে ২৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে৷ যদিও ব্যবসার মরশুমি চরিত্রের কারণে ২০২২ সালের প্রথম ৬ মাসে ব্যাঙ্কিং ক্যাপিটাল বেশি হবে৷ এই বছরের শেষে খানিকটা পড়বে এই শেয়ারের দাম৷ Photo-Representative
advertisement
3/4
আশা করা যাচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ লঙ্গ টার্মেও ভালো করবে, আগে কোম্পানি নিজের মজবুত ব্র্যান্ড বানিয়ে নেবে৷ নতুন লঞ্চে থাকলে ব্যবসায় ফায়দা হবে৷ Photo-Representative
আশা করা যাচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ লঙ্গ টার্মেও ভালো করবে, আগে কোম্পানি নিজের মজবুত ব্র্যান্ড বানিয়ে নেবে৷ নতুন লঞ্চে থাকলে ব্যবসায় ফায়দা হবে৷ Photo-Representative
advertisement
4/4
আনন্দরাঠী Lux Industries-র রেটিং বেড়ে Buy করে, এর লক্ষ্য বাড়িয়ে ৫,৩২২ টাকা করে দেওয়া হয়েছে৷ এই নোটে এটাও বলা হয়েছে কোম্পানি-র জন্য প্রিমিয়াম রেঞ্জ স্বস্তি দিচ্ছে তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি চিন্তার কারণ৷Photo-Representative
আনন্দরাঠী Lux Industries-র রেটিং বেড়ে Buy করে, এর লক্ষ্য বাড়িয়ে ৫,৩২২ টাকা করে দেওয়া হয়েছে৷ এই নোটে এটাও বলা হয়েছে কোম্পানি-র জন্য প্রিমিয়াম রেঞ্জ স্বস্তি দিচ্ছে তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি চিন্তার কারণ৷Photo-Representative
advertisement
advertisement
advertisement