বাবাকে দ্বিতীয় বিয়ে করা থেকে রুখতে তার সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত হল মেয়ে

Last Updated:

বাবাকে বিয়ে করা থেকে আটকাতে তার সঙ্গেই যৌন সম্পর্ক স্থাপন করে মেয়ে ৷

#হংকং: বাবা দ্বিতীয় বার বিয়ে করতে চেলেছেন ৷ অথচ কিছুতেই মেনে নিতে পারেনি মেয়ে ৷ বাবাকে বিয়ে করা থেকে আটকাতে তার সঙ্গেই যৌন সম্পর্ক স্থাপন করে মেয়ে ৷ এমনই অপরাধ ঘটেছে হংকংয়ে। মামলার শুনানিতে গোটা বিষয়টি জানতে পেরে হতবাক বিচারপতিও ৷ দিনের পর দিন বাবার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় ২৬ বছরের যুবতী যাতে নিজের প্রেমিকাকে সে বিয়ে করতে না পারে ৷
দিনের পর দিন এভাবেই চলছিল ৷ আচমকা এদিন যুবতীর ভাই তাদের বাড়ি থেকে বোন ও বাবার কুর্কীতির একটি ভিডিও খুঁজে পান ৷ এরপরই ঘটনা প্রকাশ্যে আসে ৷ পুলিশের কাছে গিয়ে বোন ও বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷
মামলা চলাকালীন যুবতী পুরো ঘটনার জন্য নিজেকে দায়ী করেন ৷ সমস্ত দোষ নিজের উপর নিয়ে ৫৮ বছরের বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি জানায় সে ৷ বিচারপতি এই ঘটনাকে বিরলতম বলে আখ্যা দিয়েছেন ৷ বাবা ও মেয়ে দু’জনের জন্য মনোবিদের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাবাকে দ্বিতীয় বিয়ে করা থেকে রুখতে তার সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত হল মেয়ে
Next Article
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE