Modern Cave Man: ডাস্টবিনের উচ্ছিষ্টই খাবার, পথ দুর্ঘটনায় মৃত পশু খাদ্য, সবকিছু ছেড়ে দীর্ঘ দিন স্বেচ্ছায় গুহাবাসী এই আধুনিক গুহামানব
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Modern Cave Man:কপর্দকহীন হয়ে আধুনির গুহামানবের পথে বেঁচে থাকা নতুন আনন্দ খুঁজে পান
পেনসিলভানিয়া : আধুনিক জীবনে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন ড্যানিয়েল শেলাবার্গার। ঠিক করেন সব কিছু ছেড়ে গুহামানবের জীবন কাটাবেন। আধুনিকতা ছেড়ে তিনি পা রাখলেন গুহার পথে। কপর্দকহীন হয়ে আধুনিক গুহামানবের পথে বেঁচে থাকা নতুন আনন্দ খুঁজে পান। অনেকে প্রথম দিকে ভেবেছিলেন তিনি বাড়িভাড়া দিতে না পেরে গুহামানব হয়ে গিয়েছেন। কিন্তু তার গভীরে আছে আরও অন্তর্নিহিত কারণ। যাযাবর জীবনে তিনি বুঝতে পারেন বেঁচে থাকার অর্থ।
আজ নয়, গত শতকের নয়ের দশকের মাঝামাঝি নাগরিক জীবন ছেড়ে আমেরিকার উটাহ-তে একটি গুহায় থাকতে চলে যান মার্কিন নাগরিক ড্যানিয়েল। খাবারের জন্য অল্প কিছু ফলাতেন গুহার কাছে। এছাড়াও খাবার সংগ্রহের জন্য চলে যেতেন কাছাকাছি শহরে। ডাস্টবিনে যা পেতেন, কুড়িয়ে খেতেন। কুড়িয়ে আনতেন পথ দুর্ঘটনায় মৃত পশুও। গুহাজীবনেও তাঁর সঙ্গে ছিল ল্যাপটপ। তিনি সেখানেই ডায়েরি লিখতেন।
advertisement
আরও পড়ুন : অন্ত্যেষ্টির বদলে পার্টি! ক্যানসার আক্রান্ত এই বৃদ্ধা জীবনের বাকি দিনগুলো হৈ হৈ করেই বাঁচতে চান
তবে তখনও তিনি নাগরিক জীবন সম্পূর্ণ ছেড়ে গুহাজীবনে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি। কিন্তু ২০০৯ সালে ঠিক করেন এ বার থেকে তিনি গুহাতেই থাকবেন। নগদ অর্থ-সহ সব সম্পত্তি তিনি ছেড়ে গুহায় চলে যান। জানিয়েছেন তাঁর কাছে যা টাকা ছিল তিনি পেনসিলভানিয়ার একটি পাবলিক ফোন বুথে রেখে দেন। নিশ্চিত ছিলেন কেউ না কেউ সেই অর্থ নিয়ে নেবেন। এর পরই নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মনে হতে থাকে। সেই মুক্তির স্বাদ এখনও উপভোগ করছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : সন্তান ৮ জন, ৮৭ বছর বয়সে জীবনে প্রথম বার লেখাপড়া শিখলেন ১৩ নাতিনাতনির এই ঠাকুমা
তবে ২০১৬ সালে একবার নাগরিক জীবনে ফিরে এসেছিলেন আধুনিক গুহামানব। কোনও জাগতিক ভোগবিলাসের টানে নয়। তিনি ফিরে এসেছিলেন অসুস্থ বাবা মায়ের দেখভাল করবেন বলে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 4:31 PM IST