corona virus btn
corona virus btn
Loading

বাসের মধ্যেই ড্রাইভারের সঙ্গে খুদের তুমুল নাচ, ভিডিও হল ভাইরাল

বাসের মধ্যেই ড্রাইভারের সঙ্গে খুদের তুমুল নাচ, ভিডিও হল ভাইরাল

যে ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ ৷

  • Share this:

#ওরলান্ডো: কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যে ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ ৷

তা কী রয়েছে ভিডিওতে?

ভিডিওতে দেখা গিয়েছে, এক বাস ড্রাইভার বাস থামিয়ে একটি খুদের সঙ্গে মেতে উঠলেন নাচে ৷ আর ড্রাইভারের নাচ দেখে বেজায় খুশ খুদে ৷ ড্রাইভার যত নাচছেন, খুদেটিও ততই তালে তাল মিলিয়ে নেচে উঠছেন ৷

গোটা ভিডিওটি খুদের মা আপলোড করেছেন ইনস্টাগ্রামে ৷ ভিডিও পোস্ট করে খুদের মা লিখলেন, ‘আমার মেয়ের বায়না শুনেই গানে নেচে উঠেছেন এই ড্রাইভার ৷ উনি সত্যিই খুব মিষ্টি মানুষ ৷’

দেখুন সেই ভিডিও---

Published by: Akash Misra
First published: March 3, 2020, 9:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर