#ওরলান্ডো: কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যে ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ ৷
তা কী রয়েছে ভিডিওতে?
ভিডিওতে দেখা গিয়েছে, এক বাস ড্রাইভার বাস থামিয়ে একটি খুদের সঙ্গে মেতে উঠলেন নাচে ৷ আর ড্রাইভারের নাচ দেখে বেজায় খুশ খুদে ৷ ড্রাইভার যত নাচছেন, খুদেটিও ততই তালে তাল মিলিয়ে নেচে উঠছেন ৷
গোটা ভিডিওটি খুদের মা আপলোড করেছেন ইনস্টাগ্রামে ৷ ভিডিও পোস্ট করে খুদের মা লিখলেন, ‘আমার মেয়ের বায়না শুনেই গানে নেচে উঠেছেন এই ড্রাইভার ৷ উনি সত্যিই খুব মিষ্টি মানুষ ৷’
দেখুন সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus driver, Jamming, Toddler, Viral Video