BREAKING: ৬.০ রিখটার স্কেলে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
Last Updated:
#জাকার্তা: ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্র ৫.৯ ৷ কম্পনের কেন্দ্রস্থল ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপ ৷
গত শুক্রবার ভূমিকম্প ও সুনামির জোড়াফলায় তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়া ৷ এখনও পর্যন্ত প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই আতঙ্কের রেশ কাটিয়ে ওঠার আগেই ফের বড়সড় বিপর্যয়ের মুখে ইন্দোনেশিয়া ৷
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ার দক্ষিণ উপকূলীয় এলাকা সুম্বা দ্বীপে প্রথমে কম্পন অনুভূত হয় ৷ ৫.৯ রিখটার স্কেলে কেঁপে ওঠে মাটি ৷ মাটি থেকে মাত্র ১০ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল ৷ সেই কম্পন থেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফের কেঁপে ওঠে মাটি ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.০ ৷ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দার ৷ হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন পর্যটকেরা ৷
advertisement
advertisement
গত সপ্তাহে ভূমিকম্পের জেরে জাকার্তা সহ সমগ্র ইন্দোনেশিয়া লন্ডভন্ড হয়ে গিয়েছে ৷ সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল সুলায়েসি দ্বীপ ৷ ভয়াবহ সুনামিতে সমুদ্রের জল প্রায় ২ মিটার পর্যন্ত উপরে উঠেছিল ৷ সেই সুলায়েসি দ্বীপ থেকে মাত্র ১০০ মাইল দূরে অবস্থিত দূরে অবস্থিত সুম্বা দ্বীপ ৷ যদিও পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2018 9:58 AM IST