BBC-র অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির ঘরে সেক্স টয়! হেসে খুন নেটিজেনরা

Last Updated:

অতিথির বক্তব্য শোনার থেকেও বেশি দর্শকদের চোখ আটকে গিয়েছিল তাঁর বাড়ির একটি বইয়ের তাকে । সেখানেই শোভা পাচ্ছিল সেক্স টয়টি ।

সংবাদ চ্যানেলের নিমন্ত্রিত অতিথিদের প্যানেল ডিসকাশন দেখতে অভ্যস্ত দর্শকরা । চ্যানেলের সংবাদ পাঠক বা পাঠিকার সঙ্গে কোনওএকটি বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করেন, তর্কবিতর্ক, মতভেদ, পর্যালোচনা সবটাই হয় সেখানে । আর এই লকডাউন পরিস্থিতিতে বহু চ্যানেলই অনলাইন ভিডিও কল বা জুম মিটিং বা গুগল মিটের মাধ্যমে এই আলোচনা সভার আয়োজন করে থাকে ।
এই সমস্ত অনলাইন মিটিংয়ে অনেক সময়ই বেশ অস্বস্তিকর ঘটনা ঘটে যায় । বাড়িতে বসে ভিডিও কলে কথা বলার সময় অনেকেই সচেতন থাকেন না ঘরের পরিবেশ সম্বন্ধে । ফলে ভিডিওতে এমন কিছু ছবি ধরা পড়ে যায়, যা বেশ বিড়ম্বনার । কিছুদিন আগেই এক নিউজ অ্যাঙ্কর প্যান্ট না পরেই বসে পড়েছিলেন ভিডিও মিটিংয়ে । সেই ঘটনাও চোখ এড়ায়নি নেটিজেনদের ।
advertisement
আর এ বার BBC-র ভিডিও মিটিংয়ে যা দেখা গেল, তাতে সকলেরই চক্ষুচড়কগাছ । হেসেই অস্থির হচ্ছেন নেটিজেনরা । BBC-র তরফে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছিল গত মঙ্গলবার সন্ধেয় । বিষয় ছিল, প্যানডেমিকের প্রভাব এবং কর্মসংস্থানের হার । এই আলোচনায় অংশ নিয়েছিলেন ইভেত অ্যামোস নামের এক মহিলা । কিন্তু তাঁর বক্তব্য শোনার থেকেও বেশি দর্শকদের চোখ আটকে গিয়েছিল অ্যামোসের বাড়ির একটি বইয়ের তাকে । ওই মহিলার ঠিক পিছনেই ছিল তাকটি । আর সেই তাকেই শোভা পাচ্ছিল পেনিস আকৃতির একটি সেক্স টয় । ওই মহিলা ভিডিও কলে বসার আগে জিনিসটি সেখান থেকে সরাতে ভুলে গিয়েছিলেন । সম্ভবত তাঁর খেয়ালও ছিল না, ভিডিও কলে সেক্স টয়টি পরিষ্কার দেখা যেতে পারে ।
advertisement
advertisement
আর এরপরেই হাসির ফোয়ারা ছুটল সোশ্যাল মিডিয়ায় । BBC-র ওি ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
BBC-র অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির ঘরে সেক্স টয়! হেসে খুন নেটিজেনরা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement