• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • BBC WALES VIEWERS SPOT SEX TOY IN THE BACKGROUND OF AN INTERVIEW SEGMENT GOES VIRAL SR

BBC-র অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির ঘরে সেক্স টয়! হেসে খুন নেটিজেনরা

অতিথির বক্তব্য শোনার থেকেও বেশি দর্শকদের চোখ আটকে গিয়েছিল তাঁর বাড়ির একটি বইয়ের তাকে । সেখানেই শোভা পাচ্ছিল সেক্স টয়টি ।

অতিথির বক্তব্য শোনার থেকেও বেশি দর্শকদের চোখ আটকে গিয়েছিল তাঁর বাড়ির একটি বইয়ের তাকে । সেখানেই শোভা পাচ্ছিল সেক্স টয়টি ।

 • Share this:

  সংবাদ চ্যানেলের নিমন্ত্রিত অতিথিদের প্যানেল ডিসকাশন দেখতে অভ্যস্ত দর্শকরা । চ্যানেলের সংবাদ পাঠক বা পাঠিকার সঙ্গে কোনওএকটি বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করেন, তর্কবিতর্ক, মতভেদ, পর্যালোচনা সবটাই হয় সেখানে । আর এই লকডাউন পরিস্থিতিতে বহু চ্যানেলই অনলাইন ভিডিও কল বা জুম মিটিং বা গুগল মিটের মাধ্যমে এই আলোচনা সভার আয়োজন করে থাকে ।

  এই সমস্ত অনলাইন মিটিংয়ে অনেক সময়ই বেশ অস্বস্তিকর ঘটনা ঘটে যায় । বাড়িতে বসে ভিডিও কলে কথা বলার সময় অনেকেই সচেতন থাকেন না ঘরের পরিবেশ সম্বন্ধে । ফলে ভিডিওতে এমন কিছু ছবি ধরা পড়ে যায়, যা বেশ বিড়ম্বনার । কিছুদিন আগেই এক নিউজ অ্যাঙ্কর প্যান্ট না পরেই বসে পড়েছিলেন ভিডিও মিটিংয়ে । সেই ঘটনাও চোখ এড়ায়নি নেটিজেনদের ।

  আর এ বার BBC-র ভিডিও মিটিংয়ে যা দেখা গেল, তাতে সকলেরই চক্ষুচড়কগাছ । হেসেই অস্থির হচ্ছেন নেটিজেনরা । BBC-র তরফে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছিল গত মঙ্গলবার সন্ধেয় । বিষয় ছিল, প্যানডেমিকের প্রভাব এবং কর্মসংস্থানের হার । এই আলোচনায় অংশ নিয়েছিলেন ইভেত অ্যামোস নামের এক মহিলা । কিন্তু তাঁর বক্তব্য শোনার থেকেও বেশি দর্শকদের চোখ আটকে গিয়েছিল অ্যামোসের বাড়ির একটি বইয়ের তাকে । ওই মহিলার ঠিক পিছনেই ছিল তাকটি । আর সেই তাকেই শোভা পাচ্ছিল পেনিস আকৃতির একটি সেক্স টয় । ওই মহিলা ভিডিও কলে বসার আগে জিনিসটি সেখান থেকে সরাতে ভুলে গিয়েছিলেন । সম্ভবত তাঁর খেয়ালও ছিল না, ভিডিও কলে সেক্স টয়টি পরিষ্কার দেখা যেতে পারে ।

  আর এরপরেই হাসির ফোয়ারা ছুটল সোশ্যাল মিডিয়ায় । BBC-র ওি ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল ।

  Published by:Simli Raha
  First published: