Bangladesh Election 2023: "অভিনেত্রী ও সভানেত্রী আমার কাছে একই!" অপু বিশ্বাসের বিশেষ সাক্ষাৎকার

Last Updated:

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই ভাল সম্পর্ক অভিনেত্রী অপু বিশ্বাসের৷ তিনি নিজেও অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পা রাখতে চান৷

এবারও বাংলাদেশে নির্বাচনে জয়ী আওয়ামী লিগ৷ ৫বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই ভাল সম্পর্ক অভিনেত্রী অপু বিশ্বাসের৷ তিনি নিজেও অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পা রাখতে চান৷ নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর সঙ্গে কথা বললেন News18বাংলার পূজা বসু দত্ত৷
প্রশ্ন- জনপ্রিয় নায়িকা, entrepreneur-র পর কি এবার রাজনীতিবিদ?
উত্তর- হ্যাঁ৷ আমি মনে প্রাণে আমি বাংলাদেশ আওয়ামী লিগেই আছি৷
advertisement
প্রশ্ন- ছবির জগতে তো এখনও অনেক কাজ বাকি, নিজের প্রোডাকশনে কাজ চলছে, তার মধ্যেই রাজনীতিকে কতটা সময় দিতে পারবেন?
উত্তর- একজন মহিলা অনেকদিক সামলাতে পারেন, আমিও পারব বলে আশা রাখি৷ রাজনীতির সঙ্গে অভিনয়ের কোনও দ্বন্দ্ব হবে না৷
advertisement
প্রশ্ন- একজন রাজনীতিক হিসেবে নিজের যোগ্যতা কতটা বলে মনে করেন?
উত্তর- অভিনেত্রী ও সভানেত্রী আমার কাছে একই। পর্দায় যখন অভিনেত্রী হিসেবে কিছু করা সেটা মানুষের জন্যই করা। টিভিতে কিছু কথা বলছি সেটা মানুষের কাছেই পৌঁছায়। সভানেত্রীর দুঃখ তো একই জনমনে পৌঁছে যাওয়া।
advertisement
প্রশ্ন- আওয়ামী লিগ নেত্রী, বাংলাদেশের ৫বার প্রধানমন্ত্রী হতে চলা শেখ হাসিনার সঙ্গে আপনার সম্পর্ক ভাল৷ রাজনীতিতে তিনিই কী আপনার আদর্শ?
উত্তর- আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার আদর্শ। সঙ্গীতে তাঁর উৎসাহ , সংস্কৃতি ক্ষেত্রে তাঁর আগ্রহ অবদান এক কথায় অনবদ্য।
প্রশ্ন- কী কী শিখেছেন তাঁর কাছ থেকে?
advertisement
উত্তর- সাংস্কৃতিক জগতের শিল্পী কলাকুশলীদের স্নেহশীল অভিভাবকের মতোই তিনি আগলে রাখেন। রাজনৈতিক অঙ্গনে অভিনয় জীবনে তাকেই অনুসরণ করি।
প্রশ্ন- ফিল্মের জগৎ থেকে অনেকেই এবার বাংলাদেশের নির্বাচনে জিতলেন৷ ফিরদৌস রয়েছেন তাঁদের মধ্যে৷
উত্তর- ফেরদৌস ভাই এর জন্য এবার আমি সরাসরি নির্বাচনের প্রচারে অংশ নিয়েছি। তিনি আমার খুব কাছের মানুষ৷ খুব খুশির ওঁর জয়৷ তবে তাঁর মানে আমি এখন রাজনীতিতে যোগদান করছি এমনটা নয়। মনে প্রাণে আমি বাংলাদেশ আওয়ামী লিগেই আছি।
advertisement
প্রশ্ন- একজন মানুষের চারিত্রিক গঠনে রাজনীতির কতটা ভূমিকা থাকে বলে আপনি মনে করেন?
উত্তর- খুবই গুরুত্বপূর্ণ৷ নিজ নিজ চরিত্র গঠনে রাজনীতির ভূমিকা অনস্বীকার্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election 2023: "অভিনেত্রী ও সভানেত্রী আমার কাছে একই!" অপু বিশ্বাসের বিশেষ সাক্ষাৎকার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement