Bangladesh Election 2024: 'আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু...' ভোটের দিন ভারতকে দরাজ সার্টিফিকেট শেখ হাসিনার

Last Updated:

Bangladesh Election 2024: ভোট দিয়ে বেড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের করা সাহায্যের কথাও উল্লেখ করেন।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতাঃ সকাল থেকেই আরও উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গড়ে উঠেছে হিংসার আবহ। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তারপর থেকেই আরও চড়ছে উত্তেজনার পারদ। রবিবার, সকালবেলাই ভোট দিতে হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম খবর অনুযায়ী, ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকার সিটি কলেজ কেন্দ্রে গিয়ে শেখ হাসিনা ভোট দেন।
আরও পড়ুনঃ জ্বলছে বাংলাদেশ, তবু চলছে ভোট! বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী হাসিনা
ভোট দিয়ে বেড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের করা সাহায্যের কথাও উল্লেখ করেন। তিনি বলেন সেই ঘটনা দুই প্রতিবেশীর মধ্যে গভীর বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিল।
advertisement
advertisement
advertisement
সংবাদ সংস্থা এএনআই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তিনি বলেছেন, ‘আমরা খুব ভাগ্যবান যে আমাদের ভারতের মতো বিশ্বস্ত বন্ধু রয়েছে। তাঁরা আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিলেন। ১৯৭৫ সালের পর, যখন আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছিলাম, ভারত আমাদের আশ্রয় দিয়েছিল।’
ভোট দিয়ে বেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদমধ‍্যমকে জানান যে, দেশের জনগণের উপর তাঁর আস্থা রয়েছে। তাঁর দলেরই জয় হবে বলে তিনি নিশ্চিত। নৌকার উপর আস্থা রেখেছেন সাধারণ মানুষ দাবি প্রধানমন্ত্রীর। অপরদিকে, শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল (ধর্মঘট) শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। তা চলবে সোমবার পর্যন্ত। এই প্রসঙ্গে হাসিনা রবিবার বলেন, ‘‘বিএনপি সন্ত্রাসী দল, বাংলাদেশের মানুষ তাঁদের হরতালের তালে নাচে না।’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election 2024: 'আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু...' ভোটের দিন ভারতকে দরাজ সার্টিফিকেট শেখ হাসিনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement