Bangladesh Election 2024: 'আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু...' ভোটের দিন ভারতকে দরাজ সার্টিফিকেট শেখ হাসিনার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bangladesh Election 2024: ভোট দিয়ে বেড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের করা সাহায্যের কথাও উল্লেখ করেন।
কলকাতাঃ সকাল থেকেই আরও উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গড়ে উঠেছে হিংসার আবহ। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তারপর থেকেই আরও চড়ছে উত্তেজনার পারদ। রবিবার, সকালবেলাই ভোট দিতে হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম খবর অনুযায়ী, ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকার সিটি কলেজ কেন্দ্রে গিয়ে শেখ হাসিনা ভোট দেন।
আরও পড়ুনঃ জ্বলছে বাংলাদেশ, তবু চলছে ভোট! বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী হাসিনা
ভোট দিয়ে বেড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের করা সাহায্যের কথাও উল্লেখ করেন। তিনি বলেন সেই ঘটনা দুই প্রতিবেশীর মধ্যে গভীর বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিল।
advertisement
#WATCH | Dhaka: In her message to India, Bangladesh Prime Minister Sheikh Hasina says, ”You are most welcome. We are very lucky…India is our trusted friend. During our liberation war, they supported us…After 1975, when we lost our whole family…they gave us shelter. So our… pic.twitter.com/3Z0NC5BVeD
— ANI (@ANI) January 7, 2024
advertisement
advertisement
সংবাদ সংস্থা এএনআই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তিনি বলেছেন, ‘আমরা খুব ভাগ্যবান যে আমাদের ভারতের মতো বিশ্বস্ত বন্ধু রয়েছে। তাঁরা আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিলেন। ১৯৭৫ সালের পর, যখন আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছিলাম, ভারত আমাদের আশ্রয় দিয়েছিল।’
ভোট দিয়ে বেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদমধ্যমকে জানান যে, দেশের জনগণের উপর তাঁর আস্থা রয়েছে। তাঁর দলেরই জয় হবে বলে তিনি নিশ্চিত। নৌকার উপর আস্থা রেখেছেন সাধারণ মানুষ দাবি প্রধানমন্ত্রীর। অপরদিকে, শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল (ধর্মঘট) শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। তা চলবে সোমবার পর্যন্ত। এই প্রসঙ্গে হাসিনা রবিবার বলেন, ‘‘বিএনপি সন্ত্রাসী দল, বাংলাদেশের মানুষ তাঁদের হরতালের তালে নাচে না।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 2:22 PM IST