Australian PM: ৬২ বছর বয়সে দ্বিতীয় বার বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, অনু্ষ্ঠানে আংটি বয়ে নিয়ে এল পোষ্য সারমেয়

Last Updated:

Australian PM Anthony Albanese: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ শনিবার তাঁর বান্ধবী জোডি হেডনকে বিয়ে করলেন৷ তিনিই সেই দেশের প্রথম রাজনৈতিক নেতা, যিনি ক্ষমতায় থাকাকালীন বিবাহিত বন্ধনে আবদ্ধ হলেন। ক্যানবেরায় তাঁর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ এক ব্যক্তিগত অনুষ্ঠানে নতুন জীবনে পা রাখলেন ষাটোর্ধ্ব প্রধানমন্ত্রী৷ তাঁর স্ত্রী জোডি পেশায় আর্থিক পরিষেবা কর্মী৷

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী অ্যালবানিজ
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী অ্যালবানিজ
ক্যানবেরা: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ শনিবার তাঁর বান্ধবী জোডি হেডনকে বিয়ে করলেন৷ তিনিই সেই দেশের প্রথম রাজনৈতিক নেতা, যিনি ক্ষমতায় থাকাকালীন বিবাহিত বন্ধনে আবদ্ধ হলেন। ক্যানবেরায় তাঁর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ এক ব্যক্তিগত অনুষ্ঠানে নতুন জীবনে পা রাখলেন ষাটোর্ধ্ব প্রধানমন্ত্রী৷ তাঁর স্ত্রী জোডি পেশায় আর্থিক পরিষেবা কর্মী৷
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী অ্যালবানিজ৷ পোস্টের ক্যাপশনে শুধু লেখা, ‘বিবাহিত’৷ সেখানে তাঁকে এবং নববিবাহিত জোডিকে দেখা যাচ্ছে বিয়ের সাজে৷ একটি আলাদা যৌথ বিবৃতিতে, এই দম্পতি বলেছেন: ‘‘আমরা আমাদের পরিবার এবং নিকটতম বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবন একসাথে কাটানোর প্রতি আমাদের ভালোবাসা এবং প্রতিশ্রুতি ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত।”
advertisement
গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে অ্যালবানিজ বিয়ের প্রস্তাব দেন জোডিকে৷ জানান, তিনি এমন একজন সঙ্গীকে খুঁজে পেয়েছেন, যাঁর সঙ্গে সারা জীবন কাটাতে পারেন৷ প্রেমের প্রস্তাব দেওয়ার দেড় বছরেরও বেশি সময় পর বিয়ে করলেন তাঁরা৷ বিয়ের আসরে আনুষ্ঠানিক ‘রিং বেয়ারার’ বা ‘আংটিবাহক’ ছিল অ্যান্টনির পোষ্য সারমেয় টোটো৷
advertisement
advertisement
প্রসঙ্গত অ্যালবানিজের প্রথম স্ত্রী ছিলেন কার্মেল টেবাট৷ তাঁদের বিয়ে হয়েছিল ২০০০ সালে৷ ১৯ বছর পর ডিভোর্সে শেষ হয় সেই দাম্পত্য৷ অ্যান্টনি ও কার্মেলের একমাত্র সন্তান ন্যাথান৷ পাঁচ বছর আগে জোডির সঙ্গে অ্যালবানিজের আলাপ হয় মেলবোর্নে৷ বিয়ের পর সোমবার থেকে তাঁরা ৫ দিনের জন্য মধুচন্দ্রিমায় যাবেন৷
আরও পড়ুন : গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দেশে ফেরার আকুতি নিয়ে ফেসবুকে পোস্ট করলেন পুত্র তারেক!
চলতি বছর মে মাসে বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছেন লেবার পার্টির নেতা অ্যালব্যানিজ৷ ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Australian PM: ৬২ বছর বয়সে দ্বিতীয় বার বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, অনু্ষ্ঠানে আংটি বয়ে নিয়ে এল পোষ্য সারমেয়
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement