India vs China: ‘ভারতীয় পাসপোর্ট বৈধ নয়,’ বলে অরুণাচলের মহিলাকে দীর্ঘ হেনস্থা চিনের! কড়া পদক্ষেপ করল ভারত

Last Updated:

এই পদক্ষেপের বিষয়ে জানিয়ে সূত্র মারফত জানা গিয়েছে, ‘‘দিল্লি এবং বেজিং দুই জায়গাতেই এই ঘটনার প্রেক্ষিতে কড়া কূটনৈতিক পদক্ষেপ করা হয়েছে৷ সাংহাইতে থাকা আমাদের কনস্যুলেটের তরফে স্থানীয় ভাবে এ নিয়ে পদক্ষেপ করা হয়েছে৷ এবং আটকে থাকা ওই মহিলা যাত্রীকে সবদিক থেকে সহায়তা দেওয়া হয়েছে৷’’

News18
News18
নয়াদিল্লি: ভারতীয় পাসপোর্টের বৈধতা অস্বীকার করে সাংহাই বিমানবন্দরে দীর্ঘ ১৮ ঘণ্টা তাঁকে আটকে রেখেছিল চিনা আধিকারিকেরা৷ এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছিলেন অরুণাচল প্রদেশের বাসিন্দা পেমা ওয়াঙজম থংডক৷ প্রশ্ন তুলেছিলেন, ‘অরুণাচল প্রদেশ চিনের অংশ?’৷ বর্তমানে ব্রিটেনে বসবাসকারী ওই মহিলা জন্মসূত্রে ভারতের বাসিন্দা৷ গত ২১ নভেম্বর লন্ডন থেকে জাপান যাচ্ছিলেন তিনি৷ সেখানেই চিনের ইমিগ্রেশন তাঁর পাসপোর্ট নিয়ে সমস্যা তৈরি করে৷ পেমার এই ঘটনা সামনে আসার পরেই এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্র৷
advertisement
এবিষয়ে চিনের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়েছে ভারতের তরফে৷ ভারতীয় আধিকারিকেরা জানিয়েছেন, অরুণাচল ভারতের অংশ৷ এ নিয়ে কোনও সন্দেহ বা বিতর্ক নেই৷
advertisement
advertisement
এই পদক্ষেপের বিষয়ে জানিয়ে সূত্র মারফত জানা গিয়েছে, ‘‘দিল্লি এবং বেজিং দুই জায়গাতেই এই ঘটনার প্রেক্ষিতে কড়া কূটনৈতিক পদক্ষেপ করা হয়েছেসাংহাইতে থাকা আমাদের কনস্যুলেটের তরফে স্থানীয় ভাবে এ নিয়ে পদক্ষেপ করা হয়েছে৷ এবং আটকে থাকা ওই মহিলা যাত্রীকে সবদিক থেকে সহায়তা দেওয়া হয়েছে৷’’
advertisement
নিজের পোস্টে ওই মহিলা দাবি করেছিলেন, চিনা আধিকারিকেরা তাঁর কাছে দাবি করেছিলেন, অরুণাচল প্রদেশ চিনের অংশ এবং তাঁর ভারতীয় পাসপোর্ট বৈধ নয়৷ পেমাকে পরামর্শ দেওয়া হয়েছিল, তিনি যাতে চিনা নাগরিকত্ব নিয়ে নেন৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় পেমা লিখেছিলেন, ‘২১ নভেম্বর আমাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়। চিনা ইমিগ্রেশন এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনস পাসপোর্টকে অবৈধ বলে দাবি করে।’ ঘটনাটি নজরে আনতে তিনি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, এবং বিভিন্ন সংবাদমাধ্যমকে ট্যাগ করে
advertisement
প্রেমা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সাংহাই পুডং বিমানবন্দরে চিনা অভিবাসন আধিকারিক ও কর্মীরা তার নাগরিকত্ব নিয়ে উপহাস করেন এবং তাঁর ভারতীয় নাগরিকত্ব এবং ভিসার নথি নিয়ে প্রশ্ন তোলেন৷ তার পর সাংহাই এবং বেজিং কনস্যুলেটের ভারতীয় আধিকারিকেরা তাঁকে সাহায্য করতে ছুটে যানভারতীয় আধিকারিকেরা তাঁকে ওই পরিস্থিতি থেকে মুক্ত করেন এবং তাঁকে পরবর্তী ভ্রমণের পারমিট করিয়ে দেন
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India vs China: ‘ভারতীয় পাসপোর্ট বৈধ নয়,’ বলে অরুণাচলের মহিলাকে দীর্ঘ হেনস্থা চিনের! কড়া পদক্ষেপ করল ভারত
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement