স্কুলে বন্দুকবাজদের হামলা! নাইজেরিয়ায় নিখোঁজ প্রায় ৪০০ পড়ুয়া

Last Updated:

স্কুলে মোট ৬০০ জন ছাত্র-ছাত্রী ছিল ৷ ডাকাতদের সঙ্গে পুলিশ গুলির লড়াইয়ের সময়ে তাদের মধ্যে ২০০ জন কোনওমতে পালাতে পারলেও বাকিরা পারেনি ৷

#নাইরোবি: ডাকাতের দল হামলা চালিয়েছিল স্কুলে ৷ তারপর থেকেই নিখোঁজ প্রায় ৪০০ জন পড়ুয়া ৷ উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাতসিনা প্রদেশের ঘটনা ৷ পুলিশ জানায় কাঙ্কারার ওই স্কুলে শুক্রবার একে-৪৭ বন্দুক হাতে হামলা চালায় ডাকাতের দল ৷ খবর পেয়ে পুলিশ আসলে ডাকাতদের দলের সঙ্গে তাদের গুলির লড়াই হয় ৷ ওই সময় স্কুলের ২০০ জন পড়ুয়া পালানোর সুযোগ পেলেও খোঁজ মিলছে না প্রায় ৪০০ জন পড়ুয়ার ৷ স্বভাবতই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ছাত্র-ছাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
স্কুলে মোট ৬০০ জন ছাত্র-ছাত্রী ছিল ৷ ডাকাতদের সঙ্গে পুলিশ গুলির লড়াইয়ের সময়ে তাদের মধ্যে ২০০ জন কোনওমতে পালাতে পারলেও বাকিরা পারেনি ৷ তারা আদৌ বেঁচে আছে কী না, সে বিষয়েও চিন্তায় রয়েছে প্রশাসন ৷ বায়ুসেনা, সেনাবাহিনী এবং পুলিশ একযোগে ছাত্র-ছাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷
ওই অঞ্চলে ডাকাতির ঘটনা নতুন নয় ৷ মুক্তিপণের জন্য স্কুল পড়ুয়াদের অপহরণ করা হতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে ৷ হামলার সঙ্গে বোকো হারাম বা কোন জঙ্গি গোষ্ঠী জড়িয়ে, তা নিয়ে প্রাথমিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্কুলে বন্দুকবাজদের হামলা! নাইজেরিয়ায় নিখোঁজ প্রায় ৪০০ পড়ুয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement