America Attacks Iran: মাটির নীচে লুকিয়ে রাখা ফোরডো পরমাণু কেন্দ্র ধ্বংস, ইরানে প্রথমবার কোন মহাঅস্ত্র ব্যবহার করল আমেরিকা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আকাশ পথে বা দূরপাল্লার মিসাইল ছুড়ে ভুগর্ভস্থ এই পরমাণু কেন্দ্রকে ধ্বংস করা কার্যত অসম্ভব৷ সেই অসম্ভব কাজটিই করতে পারে একমাত্র GBU 57 A/B Bunker Buster বোমা৷
আশঙ্কাকে সত্যি করেই শেষ পর্যন্ত ইরানের তিন তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালাল আমেরিকা৷ এর মধ্যে রয়েছে ইরানের কিউম শহরে দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে মাটির নীচে লুকিয়ে রাখা ফোরডো পরমাণু কেন্দ্র৷ এই ফোরডো-ই ছিল ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র৷
ফোরডো-র এই পরমাণু কেন্দ্রে আঘাত করার মতো ক্ষেপনাস্ত্র বা বোমা ইজরায়েলের হাতে ছিল না৷ সেই কারণে ফোরডো-কে ধ্বংস করার জন্য আমেরিকার সাহায্য চেয়েছিল ইজরায়েল৷ সেই আবেদনে সাড়া দিয়েই নিজেদের হাতে থাকা GBU 57 A/B Bunker Buster বোমা দিয়ে ইরানের এই গোপন পরমাণু কেন্দ্র উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ হামলার পর ট্রাম্প নিজেই জানিয়েছেন, ইরানের সব পরমাণু কেন্দ্রই মুছে ফেলা হয়েছে৷
advertisement
বাঙ্কার বাস্টার বোমা কী?
আকাশ পথে বা দূরপাল্লার মিসাইল ছুড়ে ভুগর্ভস্থ এই পরমাণু কেন্দ্রকে ধ্বংস করা কার্যত অসম্ভব৷ সেই অসম্ভব কাজটিই করতে পারে একমাত্র GBU 57 A/B Bunker Buster বোমা৷ গোটা বিশ্বে একমাত্র আমেরিকার কাছে এই GBU 57 A/B Bunker Buster বোমা রয়েছে৷ শুধু তাই নয়, বিপুল ওজন এবং দানব মাপের এই বোমা বহন করে নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার জন্য যে বোমারু বিমান প্রয়োজন, সেই বি-২ স্টেলথ বোম্বারও ছিল একমাত্র আমেরিকার কাছে৷ ফক্স নিউজ-এর সাংবাদিক সিন হ্যানিটির দাবি, ডোনাল্ড ট্রাম্প তাঁকে নিজেই জানিয়েছেন যে ইরানের ফোরডো পরমাণু কেন্দ্র ধ্বংস করতে ছটি বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে৷ এই দুই অস্ত্র ব্যবহার করেই ফোরডো ধ্বংস করেছে আমেরিকা৷ ইরানের বাকি দুটি পরমাণু কেন্দ্র মার্কিন সাবমেরিন থেকে ছোড়ো টোমাহক মিসাইল ছুড়ে ধ্বংস করা হয়েছে৷
advertisement
advertisement
ইরানে আমেরিকা যে GBU 57 A/B Bunker Buster বোমা ফেলেছে, তার ওজন প্রায় ১৩,৫০০ পাউন্ড৷ এই বোমার দৈর্ঘ্য প্রায় ২০ ফুট৷ দানব এই বোমার ভিতরে প্রায় ৬০০০ পাউন্ড উচ্চ ক্ষমতাশালী বিস্ফোরক ঠাসা রয়েছে৷ মাটি ফুঁড়ে প্রায় ২০০ ফুট (৬০ মিটার) গভীরে গিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম এই দানব বোমা৷ আবার কংক্রিটের আস্তরণ ভেদ করেও প্রায় ৬০ ফুট ভিতরে প্রবেশ করতে পারে এই বোমা৷ যা অন্য কোনও সাধারণ বোমার পক্ষে সম্ভবই নয়৷ বিশেষ ধরনের শক্তিশালী স্টিলের মিশ্রণ দিয়ে এই বোমার আস্তরণ তৈরি হয়৷ ফলে নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছনোর পর্যন্ত চারপাশের বিপুল চাপেও তা ফেটে যায় না৷ জিপিএস-এর সাহায্যে লক্ষ্য স্থির করে দেওয়ায় এই বোমা দিয়ে নিখুঁত লক্ষ্যভেদও সম্ভব৷ এমন কি দুর্গম পাহাড়ি এলাকাতেও বি-২ স্টেলথ বোম্বারের সাহায্যে এই বোমা নির্দিষ্ট লক্ষ্যে ফেলা সম্ভব৷ শনিবারই প্রথম এই বোমা কোনও লক্ষ্যবস্তু র উপরে আঘাত হানার জন্য প্রথম বার ব্যবহার করল মার্কিন বায়ুসেনা৷
advertisement
বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানে বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে, সেগুলি আমেরিকার হাতে থাকা সবথেকে উন্নত বোমারু বিমান৷ একবার জ্বালানি ভরলেই এই বিমান ১১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে৷ আমেরিকা থেকে বিশ্বের যে কোনওপ্রান্তে কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছতে সক্ষম এই বোমারু বিমান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 9:40 AM IST