OnePlus 15 India Launch: ৫০MP ট্রিপল ক্যামেরা ও ১২০W ফাস্ট চার্জিং-সহ লঞ্চ হল OnePlus 15, ভারতে আসছে কবে? জেনে নিন দিনক্ষণ, কী কী ফিচার থাকবে?

Last Updated:
OnePlus 15 ফ্ল্যাগশিপ ফোনটি চিনে লঞ্চ হয়েছে, যার প্রারম্ভিক দাম CNY ৩৯৯৯। এটি Snapdragon 8 Elite Gen 5, ১৬৫Hz AMOLED ডিসপ্লে, এবং ৭,৩০০ mAh ব্যাটারি সহ একটি শক্তিশালী ট্রিপল ৫০MP ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে।
1/7
অনেক স্মার্টফোনই এখন আগে চিনে লঞ্চ হয়, তার পর বিশ্ববাজারে এবং সবশেষে ভারতে লঞ্চ করা হয়। চিনে যে মডেল লঞ্চ করা হয়, হুবহু এক জিনিস পৃথিবীর অন্য দেশগুলো পাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরা বলে থাকেন প্রযুক্তিগত সমস্যা এর জন্য যতটা না দায়ী, তার চেয়ে ঢের বেশি দায়ী অর্থনীতি। ফলে, আগে চিনে লঞ্চ হয়ে স্মার্টফোনের মডেল ভারতে কী কী ফিচার পেল, তা জানার আগ্রহ টেকপ্রেমীদের থাকেই!
অনেক স্মার্টফোনই এখন আগে চিনে লঞ্চ হয়, তার পর বিশ্ববাজারে এবং সবশেষে ভারতে লঞ্চ করা হয়। চিনে যে মডেল লঞ্চ করা হয়, হুবহু এক জিনিস পৃথিবীর অন্য দেশগুলো পাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরা বলে থাকেন প্রযুক্তিগত সমস্যা এর জন্য যতটা না দায়ী, তার চেয়ে ঢের বেশি দায়ী অর্থনীতি। ফলে, আগে চিনে লঞ্চ হয়ে স্মার্টফোনের মডেল ভারতে কী কী ফিচার পেল, তা জানার আগ্রহ টেকপ্রেমীদের থাকেই!
advertisement
2/7
OnePlus-ও যেমন তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 আগে চিনে লঞ্চ করেছে। এই ফোনটি বিগত বছরের OnePlus 13-এর আপগ্রেড এবং এতে বেশ কিছু উল্লেখযোগ্য আপডেট রয়েছে। নতুন OnePlus 15-এর বেস মডেলের দাম CNY ৩৯৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,০০০ টাকা) থেকে শুরু হচ্ছে যার ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। শীর্ষ মডেলটির দাম CNY ৫৩৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭,০০০ টাকা)।
OnePlus-ও যেমন তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 আগে চিনে লঞ্চ করেছে। এই ফোনটি বিগত বছরের OnePlus 13-এর আপগ্রেড এবং এতে বেশ কিছু উল্লেখযোগ্য আপডেট রয়েছে। নতুন OnePlus 15-এর বেস মডেলের দাম CNY ৩৯৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,০০০ টাকা) থেকে শুরু হচ্ছে যার ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। শীর্ষ মডেলটির দাম CNY ৫৩৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭,০০০ টাকা)।
advertisement
3/7
ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫ ফোন। নভেম্বর মাসে এই ফোন দেশে লঞ্চ হবে সেকথা শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ওয়ানপ্লাস ১৫ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৩ নভেম্বর।
ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫ ফোন। নভেম্বর মাসে এই ফোন দেশে লঞ্চ হবে সেকথা শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ওয়ানপ্লাস ১৫ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৩ নভেম্বর।
advertisement
4/7
OnePlus 15 একটি শক্তিশালী, স্টাইলিশ এবং হাই স্পিড চার্জিং ফেসিলিটির প্রিমিয়াম স্মার্টফোন। এর চিত্তাকর্ষক ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল ৫০এমপি ক্যামেরা সেটআপ এটিকে ২০২৫ সালের সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে একটি করে তুলতে পারে। স্মার্টফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে: অ্যাবসোলিউট ব্ল্যাক, মিস্টি পার্পল এবং স্যান্ড ডুন। চিনে এর বিক্রি শুরু হয়েছে ২৮ অক্টোবর, ২০২৫ থেকে।
OnePlus 15 একটি শক্তিশালী, স্টাইলিশ এবং হাই স্পিড চার্জিং ফেসিলিটির প্রিমিয়াম স্মার্টফোন। এর চিত্তাকর্ষক ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল ৫০এমপি ক্যামেরা সেটআপ এটিকে ২০২৫ সালের সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে একটি করে তুলতে পারে। স্মার্টফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে: অ্যাবসোলিউট ব্ল্যাক, মিস্টি পার্পল এবং স্যান্ড ডুন। চিনে এর বিক্রি শুরু হয়েছে ২৮ অক্টোবর, ২০২৫ থেকে।
advertisement
5/7
ফিচার এবং স্পেসিফিকেশন: OnePlus 15-তে রয়েছে ১৬৫Hz রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেসের ৬.৭৮-ইঞ্চির BOE AMOLED ডিসপ্লে। স্ক্রিনটি ১০০% DCI-P3 কালার গ্যামাট এবং ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটি ৩nm প্রক্রিয়ায় তৈরি একটি Qualcomm Snapdragon ৮ Elite Gen ৫ চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে Adreno ৮৪০ GPU, ১৬GB LPDDR5X RAM এবং ১TB পর্যন্ত UFS ৪.১ স্টোরেজ।
ফিচার এবং স্পেসিফিকেশন: OnePlus 15-তে রয়েছে ১৬৫Hz রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেসের ৬.৭৮-ইঞ্চির BOE AMOLED ডিসপ্লে। স্ক্রিনটি ১০০% DCI-P3 কালার গ্যামাট এবং ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটি ৩nm প্রক্রিয়ায় তৈরি একটি Qualcomm Snapdragon ৮ Elite Gen ৫ চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে Adreno ৮৪০ GPU, ১৬GB LPDDR5X RAM এবং ১TB পর্যন্ত UFS ৪.১ স্টোরেজ।
advertisement
6/7
ক্যামেরা এবং ব্যাটারি: OnePlus 15-এর পিছনে রয়েছে ৫০-মেগাপিক্সেল + ৫০-মেগাপিক্সেল + ৫০-মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (f/১.৮), ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স (f/২.০) এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (f/১.৮) রয়েছে। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরাটি ৮কে ভিডিও রেকর্ডিংও সমর্থন করে।
ক্যামেরা এবং ব্যাটারি: OnePlus 15-এর পিছনে রয়েছে ৫০-মেগাপিক্সেল + ৫০-মেগাপিক্সেল + ৫০-মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (f/১.৮), ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স (f/২.০) এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (f/১.৮) রয়েছে। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরাটি ৮কে ভিডিও রেকর্ডিংও সমর্থন করে।
advertisement
7/7
পাওয়ারের জন্য এটিতে একটি বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১২০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
পাওয়ারের জন্য এটিতে একটি বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১২০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
advertisement
advertisement
advertisement