#নিউইয়র্ক: বিষধর সাপের একর পর এক কামড় ৷ সোশ্যাম মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ৷ শেয়ার হয়েছে প্রায় ২৬ হাজারেরও বেশি ৷ কিন্তু ওই ব্যক্তি কেন এমন করছেন ? তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে ৷ জানা গিয়েছে, বিষধর সাপগুলির দংশনের চিকিৎসা নিয়ে গবেষণা করার জন্যেই এমন মারাত্মক ঝুঁকি নিয়েছেন টিম ফ্রিডি নামে ওই বিজ্ঞানী ৷
আরও পড়ুন: কলকাতায় পার্লার ও স্পা-এর আড়ালে রমরমিয়ে চলছে দেহব্যবসা, গ্রেফতার ৫৪
তবে ভিডিওটি নতুন নয় ৷ ‘বিস্ট বাডিজ’ নামের ওই পেজে প্রায় আড়াই বছর আগে ভিডিওটি পোস্ট করা হয়েছিল ৷ প্রায় ১৬০ বার বিষধর সাপের ছোবল খেয়েছেন টিম ৷ গত ১৬ বছর ধরে এই নিয়ে রিসার্চ করছেন টিম ৷ পৃথিবীর সমস্ত বিষধর সাপের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তিনিই এই রিসার্চ করছেন ৷
আরও পড়ুন: টানা ১৫দিন অগ্নিমূল্য জ্বালানি, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Scientist inflicts himself with bites, Snake Bite, Vaccines