শিশুর কান্নায় বিরক্ত বিমানকর্মী, ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হল দম্পতিকে
Last Updated:
শিশুর কান্নায় বিরক্ত বিমানকর্মী। জোর করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান থেকে নামিয়ে দেওয়া হল দম্পতিকে। সাহায্য করতে এলে অন্য ভারতীয় সহযাত্রীদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ। ২৩ জুলাইয়ের ঘটনা।
#নয়াদিল্লি: শিশুর কান্নায় বিরক্ত বিমানকর্মী। জোর করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান থেকে নামিয়ে দেওয়া হল দম্পতিকে। সাহায্য করতে এলে অন্য ভারতীয় সহযাত্রীদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ। ২৩ জুলাইয়ের ঘটনা।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের যুগ্ম সচিব এ পি পাঠক স্ত্রী মঞ্জুবালা ও ৩ বছরের শিশুপুত্রকে নিয়ে লন্ডন থেকে বার্লিন যাচ্ছিলেন। হিথরো বিমানবন্দরে বিএ এইটফোর নাইন ফাইভ বিমানের মধ্যে নিজেদের আসন খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। কেবিন ক্রু-র সাহায্য চাইলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।আসনে বসার পর সিটবেল্ট বাঁধার সময় শিশুটি প্রবল কান্না জুড়ে দেয়। এতেই বিরক্ত হয়ে বিমানসেবিকা তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। পরে পার্কিং বে-তে বিমান ফিরিয়ে এনে দম্পতিকে নামিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
অন্য ভারতীয় যাত্রীরা প্রতিবাদ জানালে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এপি পাঠক পরে দিল্লিতে বিদেশমন্ত্রক ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে লিখিত অভিযোগ দায়ের করেন।বিমানের কোন কর্মী দম্পতির সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2018 8:56 AM IST