২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধীজোটে যোগ দেবে না আপ, জানিয়ে দিলেন কেজরিওয়াল
Last Updated:
প্রস্তাবিত জোটে যে কংগ্রেসের সঙ্গে যে রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করছে, দেশের সার্বিক উন্নয়নে তাঁদের কোনও ভূমিকা নেই ও সেই কারণেই যে কোনও জোটের দূরেই থাকবে তার দল, মন্তব্য করেছেন কেজরিওয়াল
#নয়াদিল্লি: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেনি আম আদমি পার্টি । রাহুল গান্ধি তাঁকে এবিষয়ে কোনও অনুরোধ করেন নি, জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল । এবার ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোটেও থাকবে না তার দল, জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল ।
Politics of alliance doesn't matter. For me, politics is for public & their development. What we did in Delhi in 3 yrs, these parties weren't able to do even a fraction of that in 70 years:Arvind Kejriwal on being asked if AAP will join opposition alliance in 2019 elections (9.8) pic.twitter.com/oWrjsdRRB8
— ANI (@ANI) August 9, 2018
advertisement
advertisement
প্রস্তাবিত জোটে যে কংগ্রেসের সঙ্গে যে রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করছে, দেশের সার্বিক উন্নয়নে তাঁদের কোনও ভূমিকা নেই ও সেই কারণেই যে কোনও জোটের দূরেই থাকবে তার দল, মন্তব্য করেছেন কেজরিওয়াল ।
লোকসভা নির্বাচন ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে স্বতন্ত্রভাবেই লড়বেন আপের প্রার্থীরা । এছাড়াও দিল্লি শহরে উন্নয়নমূলক কাজগুলি আটকে থাকার জন্যও প্রধানমন্ত্রীকে দূষেছেন কেজরিওয়াল । বিকাশমূলক কাজগুলিতে আপ সরকারকে প্রতি পদক্ষেপে বাধা দেওয়ার অভিযোগও করেছেন কেজরিওয়াল ।
advertisement
হরিয়ানার মনোহর লাল খট্টরের সরকার কোনও কাজই করেনি ও তাঁর দিল্লি সরকারের থেকে শিক্ষা নেওয়া উচিৎ, এমনই মনে করেন কেজরিওয়াল ।
Location :
First Published :
August 10, 2018 8:18 AM IST