অ্যান্ডি বায়রনের পরে এবার ক্রিস্টিন ক্যাবটও! কোল্ডপ্লে কিস ক্যামে পরকীয়ার কথা ফাঁস হতেই পদত্যাগ করলেন Astronomer-এর এইচআর হেড

Last Updated:

বিবিসি-র কাছে এক বিবৃতি দিয়ে Astronomer সংস্থার তরফে জানানো হয়েছে যে, “Astronomer-এর চিফ পিওপল অফিসার পদ সামলেছেন ক্যাবট। বর্তমানে তিনি আর সংস্থার কেউ নন। তিনি পদত্যাগ করেছেন।”

News18
News18
একে অপরের বাহুডোরে কোল্ডপ্লে-র কনসার্ট উপভোগ করছিলেন মার্কিন টেক সংস্থা Astronomer-এর সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থারই এইচআর হেড ক্রিস্টিন ক্যাবট। কিন্তু ‘কিস ক্যাম’-এর সৌজন্যে জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ে যায় তাঁদের পরকীয়ার কথা। যা ইতিমধ্যেই সারা বিশ্বে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আর তারপরেই Astronomer সংস্থায় নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্রিস্টিন। এর আগে তীব্র নিন্দার মুখে পড়ে গত ১৯ জুলাই পদত্যাগ করেছিলেন খোদ অ্যান্ডি বায়রনও।
বিবিসি-র কাছে এক বিবৃতি দিয়ে Astronomer সংস্থার তরফে জানানো হয়েছে যে, “Astronomer-এর চিফ পিপল অফিসার পদ সামলেছেন ক্যাবট। বর্তমানে তিনি আর সংস্থার কেউ নন। তিনি পদত্যাগ করেছেন।” প্রসঙ্গত, গত ১৬ জুলাই ম্যাসাচুসেটস, বস্টনের কাছে কোল্ডপ্লে-র কনসার্ট চলছিল। সেখানেই কিস ক্যামে আদুরে ভঙ্গিতে বাহুলগ্না অবস্থায় ধরা পড়ে যান ক্যাবট আর বায়রন। যা দেখে কোল্ডপ্লে-র প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলে ওঠেন যে, “হয় ওঁদের মধ্যে একটা পরকীয়া আছে, না হলে ওঁরা দু’জনেই লাজুক প্রকৃতির।”
advertisement
advertisement
 Coldplay Kiss Cam Scandal, Kristin Cabot, Resignation, Andy Byron, Astronomer
advertisement
ক্যামেরার নজরে এসেছেন, বুঝে ওঠামাত্রই কোনওরকমে তাড়াতাড়ি করে নীচে বসে পড়েন বায়রন। অন্যদিকে ক্যাবট পিছন ঘুরে নিজের মুখ লুকিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে এই ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়তে থাকে। তার কয়েক দিনের মধ্যে Astronomer বায়রনকে সরিয়ে দেয়। অন্যদিকে ছুটিতে চলে গিয়েছিলেন ক্যাবট। আর তাঁদের পরকীয়ার ওই ভাইরাল ক্লিপের জন্য এখন মিম, জল্পনায় ভরে উঠেছে সমাজমাধ্যম। কারণ তাঁরা দুজনেই বিবাহিত।
advertisement
এই ঘটনা এভাবে প্রকাশ্যে আসতেই একটি বিবৃতি জারি করে Astronomer-এর তরফে ঘোষণা করা হয় যে, সিইও-কে ছুটিতে পাঠানো হবে। তারপরের দিনই অবশ্য পদত্যাগ করেন বায়রন। আর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে আপাতত দায়িত্ব সামলাচ্ছেন চিফ প্রোডাক্ট অফিসার Pete DeJoy।
ক্রিস্টিন ক্যাবটের পরিচয়:
Astronomer সংস্থায় নিয়োগের আগে বেশ জনপ্রিয়ই ছিলেন এই ক্রিস্টিন। আসলে দ্রুত গতির বিকাশ বা উন্নয়নের সংস্কৃতির মধ্যেও কোম্পানির কালচার বজায় রাখার ক্ষেত্রে ক্রিস্টিনের দারুণ দক্ষতা রয়েছে। সেই কারণে সিলিকন ভ্যালিতে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। এই কাজের ক্ষেত্রে তাঁর ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে Astronomer সংস্থায় চিফ পিওপল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে অবশ্য Neo4j, ObserveIT এবং ProofPoint-এর মতো সংস্থায় কাজ করেছিলেন। গেটিসবাগ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন ক্যাবট।
advertisement
Privateer Rum ফরচুনের উত্তরাধিকারী এবং প্রভাবশালী অভিজাত Boston Brahmin পরিবারের সদস্য অ্যান্ড্রু ক্যাবটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ক্রিস্টিন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, সম্প্রতি এই দম্পতি ২.২ মিলিয়ন ডলার দিয়ে নিউ হ্যাম্পশায়ারের রায়ে একটি সমুদ্র তীরবর্তী বাড়ি কিনেছেন।
এর আগে অবশ্য কেনেথ থর্নবি-র ঘরণী ছিলেন ক্রিস্টিন ক্যাবট। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন তাঁরা। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। কেনেথের সঙ্গে এক সন্তানও রয়েছে ক্রিস্টিনের। আর বিবাহবিচ্ছেদের সময় সেই সন্তানের ভরণপোষণের জন্য প্রচুর টাকা দিতে হয়েছে কেনেথ থর্নবিকে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অ্যান্ডি বায়রনের পরে এবার ক্রিস্টিন ক্যাবটও! কোল্ডপ্লে কিস ক্যামে পরকীয়ার কথা ফাঁস হতেই পদত্যাগ করলেন Astronomer-এর এইচআর হেড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement