Crime News: পরপর পাঁচটা খুন, ধরিয়ে দিল হলুদ ট্যাক্সি, জানেন কে এই সিরিয়াল কিলার? গা শিউরে ওঠার মতো ঘটনা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
দিনের একটা বিশেষ সময় ডেভিডের মনে হত তার প্রতিবেশির কুকুর স্যাম তাকে হত্যা করতে বলছে৷ সেখান থেকেই এক মার্কিন সাংবাদিক তাঁকে ‘সন অফ স্যাম’ বলে উল্লেখ করেন৷
নিউ ইয়র্ক: সত্তরে দশক, নিউ ইয়র্ক জুড়ে এক অদ্ভুত আতঙ্ক শুরু হয়েছে৷ আতঙ্ক ছড়াচ্ছে ডেভিড বার্কোউইচ৷ সত্তর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কুখ্যাত সিরিয়াল কিলার৷ পরিচিত ‘সন অফ স্যাম’ নামে৷
১৯৭৬ সালের ২৯ জুলাই প্রথম খুন করেন ১৮ বছর বয়সী ডোনা লরিয়াকে৷ কোনওক্রমে পালিয়ে প্রাণ রক্ষা করেন নিহতের বন্ধু৷ পরে তিনি হত্যাকরীকে সনাক্ত করতে পারেননি৷
advertisement
তার ঠিক পরের বছর খুন হয়, আরও পাঁচজন৷ যে তরুণীর চুলের রঙ বাদামি, তাঁরাই খুন হন এই সিরিয়াল কিলারের হাতে৷ অদ্ভুতভাবে ডেভিড ভোরবেলাতে খুন করতে থাকে৷
advertisement
ইতিহাস ও তথ্য বলছে, প্রায় প্রত্যেকটা সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন থাকে৷ ডেভিডও ব্যতিক্রম ছিল না৷ চুলের রঙ দেখে খুন করত সে৷ হত্যা করার জন্য এক ধরনের বিশেষ পিস্তলও ব্যবহার করে৷ এই কারণেই তাঁর ডাকনাম হয়ে ওঠে ‘৪৪ ক্যালিবার কিলার’৷
advertisement
শুধু তাই নয় সিলিয়াল কিলারের প্যাটার্ন মেনে সে অপরাধস্থলে পুলিশের জন্য নানারকম সূত্র রেখে দিতে থাকে৷ নিউ ইয়র্কের পুলিশকে রীতিমতো উপহাসের পাত্রে পরিণত করে তুলেছিল ডেভিড৷ হন্যে হয়ে খুঁজেও অপরাধীর টিকিও পেলেন না তাবৎ পুলিশেরা৷
১৯৭৭ সাল ১০ অগাস্ট, তাল কাটল একটা গাড়ির জন্য৷ ডেভিডের একটা হলুদ রঙের গাড়ি ছিল৷ সেই গাড়ি একবার ফাইন করেছিল৷ সেই সূত্র ধরেই পুলিশের জালে ধরা পড়ল ডেভিড৷
advertisement
খুনের সময় এক প্রত্যোক্ষদর্শী ডেভিডের হলুদ গাড়িটিকে শনাক্ত করে৷ ট্র্যাফিক টিকিট দেখে পুলিশ জানতে পারে একটা হলুদ গাড়ির ফাইন হয়েছিল, দু’ইয়ে-দু’ইয়ে চার করতে অসুবিধা হয়নি পুলিশের৷ ধরা পড়ে ডেভিড৷
গাড়ি তল্লাশি করে সেখান থেকে একটা পিস্তল, শহরের ম্যাপ ও অনেক হুমকির চিঠি পাওয়া যায়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে আসলে মানসিক ভাবে বেশ অসুস্থ৷
advertisement
দিনের একটা বিশেষ সময় ডেভিডের মনে হত তাঁর প্রতিবেশির কুকুর স্যাম তাকে হত্যা করতে বলছে৷ সেখান থেকেই এক মার্কিন সাংবাদিক তাঁকে ‘সন অফ স্যাম’ বলে উল্লেখ করেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2024 6:46 PM IST